জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Kon Gopone Mon Veseche: শুরুতেই দর্শকদের মন জিতলেন শ্বেতা! “শ্যামলী”কে নিয়ে কী বলছেন দর্শক?

জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কোন গোপনের মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। সদ্য প্রকাশ্যে এসেছিল তার প্রোমো।জি বাংলার নিজস্ব প্রোডাকশনের (Zee Bangla Production) নতুন ধারাবাহিক এটি। রাত আটটা থেকে সম্প্রচা হবে এই ধারাবাহিক। স্টুডিও পাড়া সূত্রের খবর, সম্ভবত ‘নিম ফুলের মধু’-কে (Neem Fuler Madhu) ছয়টায় দিয়ে শেষ হচ্ছে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিক।

প্রোমোতে দেখা যাচ্ছে, নায়িকা গ্রামের মেয়ে। বাবা- মা নেই তাঁর। দাদা বৌদির সংসারে থাকে সে। গ্রামে ছোট্ট একটি দোকানও চালায় সে। কিন্তু তাঁর দাদা বৌদি অত্যাচার চালায় তাঁর উপর। তাই তাঁদের হাত থেকে বাঁচতে কলকাতায় পাড়ি দিয়েছে সে। আগে কখনো কলকাতায় আসেনি। আগে একা একা গ্রামের বাইরেও বিশেষ যায়নি। বিনোদের খোঁজে কলকাতায় এসেছে সে। বিনোদ থাকে হাতিবাগানে। কিন্তু ট্রেনের মধ্যেই চুরি হয়ে যায় তাঁর ব্যাগ। ব্যাগে ছিল বিনোদের ঠিকানা। হারিয়ে ফেলে সে।
‘কোন গোপনে মন ভেসেছে’র শুরুটা ভালোই হয়েছিল। বিগত পর্বগুলোর মধ্যে সবচেয়ে মুগ্ধতার বিষয় ছিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সুন্দর এবং গোছানো তার এক্সপ্রেশন। শ্বেতার অভিনয় একেবারে টপ-নচ। ওকে অনুরাগী লিখেছেন, ‘এই মেয়েটা যখন ব্লু প্রোডাকশনের দা-খুন্তি নিয়ে দৌঁড়াতো, তখন খুব করে চাইতাম একবার অন্তত জি প্রোডাকশনে আসুক ও…যখন এলো, তখন তাক লাগিয়ে দিল… পরিপূর্ণভাবে শ্বেতার অভিনয়ের সুযোগ হল এবং দর্শকদের তৃপ্তি দিল।’

অন্য এক দর্শকের মতে,’কোন গোপনে মন ভেসেছে’ দেখা যদি চালিয়ে যাই, তাহলে শ্বেতার জন্যই দেখব। আর হ্যাঁ, আমার এখানে মিশমিকেও বেশ ভালো লেগেছে…মেয়েটা একেবারে ভিলেনের রোলে অভিনয় করতে করতে টাইপ কাস্ট হয়ে যাচ্ছিল। ফাইনালি রেহাই পেলো…’

আরেকজনের মতে, ‘জি কখনো নায়িকার ননদদের ফেলে দেয় না। তাই মিশমির জীবনেরও আলাদা গল্প থাকবে ভেবে ভালো লাগছে। তবে মিশমির জন্য ফাহিমকে আর না আনুক…নতুন কেউ আসুক।’

এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় থাকছেন রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্য। ইতিপূর্বে,ছোট পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘গুড্ডি’ ধারাবাহিকের অরুনের ভূমিকায়। কয়েকদিন আগেই শেষ হয়েছে জনপ্ৰিয় এই ধারাবাহিক। অন্যদিকে, শ্বেতাকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক ‘সোহাগ জলে’। তারপর ফের ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।