জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“লুকিয়ে প্রেম করার বয়স চলে গেছে, এখন যা করব সব সামনা সামনি…” সরাসরি অভিনেতা বিক্রম চ্যাটার্জি

বর্তমানে টেলিভিশন এবং বড়পর্দায় নজরকাড়া অভিনয় করে প্রিয় অভিনেতা হয়ে উঠেছেন টলি তারকা বিক্রম চ্যাটার্জি (Bikram Chatterjee)। মৈনাক ভৌমিকের ‘বেডরুম’ ছবির মাধ্যমে সিনেমা ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছেন তিনি। এরপর ‘এনার চার অধ্যায়’ ছবিতে পাওলি দামের সঙ্গে একসঙ্গে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন বিক্রম। সাম্প্রতিক সাক্ষাৎকারে ব্যক্তিগত ও কর্ম জীবন নিয়ে আড্ডায় অভিনেতা।

টেলিভিশনে অভিনয়ের মাধ্যমেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী। অভিনেত্রী ঐন্দ্রিলা রায়ের সঙ্গে ‘সাত পাকে বাঁধা’ মেগায় বিপুল খ্যাতি অর্জন করেন বিক্রম। তারপর অভিনেত্রী সোলাঙ্কির সঙ্গে জুটি বাঁধেন ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে। আবার একটি হিট ধারাবাহিক দর্শকদের উপহার দেন তিনি।

কিন্তু এখানেই শেষ নয়। ‌পুনরায় ঐন্দ্রিলার সঙ্গে ‘ফাগুন বউ’ ধারাবাহিকে অভিনয় করে জলসার দর্শকদের মন জয় করে নেন বিক্রম। এর সঙ্গে ওয়েবপর্দায় ‘তানসেনের তানপুরা’, ‘রুদ্রবীণার অভিশাপ’, ‘রক্তকরবী’র মতো সিরিজে অভিনয় করে রীতিমতো অবাক করে দিয়েছেন অভিনেতা। তবে সামনেই আসছে অভিনেতার নতুন কাজ। ‌

রিলিজ হতে চলেছে ‘সূর্য’! আশায় বুক বেঁধেছেন বিক্রম

সামনেই আছে অভিনেতার নতুন কাজ ‘সূর্য’। ‌ এই বছর বিক্রমের দ্বিতীয় ছবি এটি। একই ছবিতে বিক্রমের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার এবং অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে।‌ অতএব ছবিটি দর্শক মহলে সাড়া ফেলবে বলে আশা। অভিনেতার কথায়, ‘পারিয়া’-র পর এই কাজটি নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি। ‌

লুকিয়ে প্রেম করতে চান না বিক্রম!

সাক্ষাৎকারে অভিনেতা ‘পারিয়া’ প্রসঙ্গে বলেন এই ছবিতে কাজ করার জন্য তিনি দীর্ঘ বছর অপেক্ষা করেছেন। অবশেষে এই ছবি তাঁর স্বপ্নপূরণ। কিন্তু কর্মব্যস্ত জীবনে প্রেমে পড়ার অবকাশ আছে? এই প্রশ্নের উত্তরে বিক্রম জানান আর লুকিয়ে প্রেম করবেন না। কারণ সেই বয়সটা চলে গেছে। এখন প্রেম করলে সেটি পরিবারের সম্মতিতে সকলের সামনেই করবেন।‌

Ruhi Roy

রুহি রায়, গণ মাধ্যম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ। সাংবাদিকতার প্রতি টানে এই পেশায় আসা। বিনোদন ক্ষেত্রে লেখায় বিশেষ আগ্রহী। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page