জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শেষ হল টিআরপি তালিকায় জলসার একচেটিয়া রাজত্ব! প্রথম তিনে ফের জায়গা করে নিলো জি, ছিটকে গেল জলসার সব মেগা?

ফি-সপ্তাহ স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলার (Zee Bangla) মধ্যে টিআরপি (Trp) মহারণ। ধারাবাহিকগুলির মধ্যে চলে দখলের লড়াই। কোন ধারাবাহিক নাম লেখালো তালিকার প্রথম পাঁচে?কোন ধারাবাহিকই বা ছিটকে গেল? তার ফলপ্রকাশ হয় বৃহস্পতিবার।

প্রতি সপ্তাহের মতো নির্ধারিত সময়ে প্রকাশ্যে এসেছে সাপ্তাহিক টিআরপি তালিকা। এসপ্তাহে তালিকার পাঁচ নম্বর স্থান দখল যৌথ ভাবে জলসা আর জি-র। প্রাপ্ত নম্বর ৬. ৮। জি বাংলার জগদ্ধাত্রী ও স্টার জলসার কথা এই সপ্তাহের প্রথম পাঁচে। চতুর্থস্থানে রয়েছে, স্টার জলসার গীতা এলএলবি। প্রাপ্ত নম্বর ৬. ৯।
দর্শকদের নজর থাকে প্রথম তিনে। এই সপ্তাহে টিআরপি তালিকার প্রথম তিন জি বাংলার একচেটিয়া দখলে। ৭.০ নম্বর নিয়ে পয়লা স্থানে রয়েছে ফুলকি। দ্বিতীয়স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। প্রাপ্ত নম্বর ৭. ১। আর মাত্র ০. ২-এর ব্যবধানে ৭. ২ নম্বর নিয়ে এ সপ্তাহের বেঙ্গল টপার জি বাংলার এক নম্বর মেগা উত্তর কলকাতার দত্তবাড়ির গল্প নিম ফুলের মধু।

এক নজরে চলতি সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক

প্রথম- নিম ফুলের মধু (৭.২)

দ্বিতীয়- কোন গোপনে মন ভেসেছে (৭.১)

তৃতীয়- ফুলকি (৭.০)

চতুর্থ- গীতা এলএলবি (৬.৯)

পঞ্চম- জগদ্ধাত্রী, কথা (৬.৮)

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।