জ়ি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ সম্প্রতি ৫০০ পর্ব পূর্ণ করেছে এবং সেই সঙ্গে টিআরপি তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছে। ৭.২ নম্বর নিয়ে ‘ফুলকি’ এখনও দর্শকদের কাছে একনিষ্ঠভাবে জনপ্রিয়। দীপাবলির মরসুমে ছুটি থাকার কারণে গত সপ্তাহের টিআরপি তালিকা কিছুটা দেরিতে প্রকাশিত হলেও, এই সপ্তাহেও ‘ফুলকি’র জায়গা অটুট।
এই সপ্তাহের টিআরপিতে প্রথম পাঁচে কারা?
এবার শীর্ষে রয়েছে ‘ফুলকি’ এবং সেই সঙ্গে সমান জনপ্রিয়তা পেয়েছে জ়ি বাংলার আরেকটি ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকটি ৭.১ নম্বর নিয়ে শীর্ষে রয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ‘ফুলকি’ এবং ‘নিম ফুলের মধু’ একযোগে শীর্ষে থাকার বিষয়টি নিঃসন্দেহে একটি বড় খবর।
স্টার জলসার ‘কথা’ এবং ‘গীতা এলএলবি’ও ৭.১ নম্বর নিয়ে টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও তাদের অবস্থান অপরিবর্তিত। এই দুই ধারাবাহিক দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছে এবং এখনো শীর্ষ স্থান দখলে রেখেছে।
তৃতীয় স্থানে উঠে এসেছে ‘কোন গোপনে মন ভেসেছে’, যা ৬.৩ নম্বর নিয়ে টিআরপি তালিকার শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে। এর পাশাপাশি, ৬.৫ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’, যা দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই দুটি ধারাবাহিকের মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে।
‘আনন্দী’, ‘হরগৌরী পাইস হোটেল’, ‘তেঁতুলপাতা’ এবং ‘অনুরাগের ছোঁয়া’ ৫.৭ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। এছাড়া, সপ্তম স্থানে যৌথভাবে ‘ডায়মন্ড দিদি জ়িন্দাবাদ’ ও ‘রাঙামতি তিরন্দাজ’ রয়েছে, দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬।
প্রথম: ফুলকি 7.2
দ্বিতীয়: কথা, গীতা 7.1
তৃতীয়: নিম ফুলের মধু 6.7
চতুর্থ: জগদ্ধাত্রী 6.5
পঞ্চম: কোন গোপনে 6.3