জি বাংলার ( Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’র (Kon Gopone Mon Bheseche )গল্পে হঠাৎই এক বড় বদল এসেছে। ভিলেন অহনা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya) হঠাৎ ধারাবাহিকটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার শক্তিশালী অভিনয় দক্ষতায় অহনা চরিত্রটি দর্শকের মন জয় করে নিয়েছিল, কিন্তু এই বদল সহজে মেনে নিতে পারছেন না কেউই। এখন অহনা চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী মানসী সেনগুপ্তকে, যিনি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতা চরিত্রেও অভিনয় করছেন।
‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক থেকে বিদায় নিলেন অভিনেত্রী রোশনি!
রোশনি অহনা চরিত্রে নিজেকে এতটাই মানিয়ে নিয়েছিলেন যে তার পরিবর্তে মানসীকে দেখতে শুরু করায় অনেক দর্শকই হতাশা প্রকাশ করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রোশনি ফের ধারাবাহিকে ফিরে আসুক, এমন মন্তব্যেও ভরে উঠেছে। তবে আসল কারণ জানা না থাকায় অনেকেই প্রশ্ন তুলেছেন কেন আচমকাই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন রোশনি। এই পরিবর্তনের পেছনে সত্যিই কি কোনো ব্যক্তিগত কারণ, নাকি অন্য কিছু ঘটছে পর্দার পেছনে?
এই ব্যাপারে অবশেষে মুখ খুলেছেন রোশনি তন্বী ভট্টাচার্য। সম্প্রতি ‘আজকাল ডট ইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, সময় এবং শুটিং লোকেশনের দূরত্বের কারণেই তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। রোশনি বর্তমানে সান বাংলার নতুন ধারাবাহিক ‘আকাশ কুসুম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তার কথায়, দুটি ধারাবাহিকের শুটিং ডেটের সমস্যা ও দূরত্বের জন্য একই সময়ে দুটিতেই কাজ করা সম্ভব হচ্ছিল না।
রোশনি জানান, “দুটি ধারাবাহিকের শুটিং ডেটের সমস্যার কারণে এবং শুটিং স্পটের দূরত্ব বেশি হওয়ায় ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকটি ছাড়তে হলো। আপাতত ‘আকাশ কুসুম’-এ মনোযোগ দিয়েছি, তবে শীঘ্রই নতুন কিছু প্রজেক্টের কাজের খবর দিতে পারব।” এই মন্তব্যে অভিনেত্রীর ভক্তদের মধ্যে একদিকে যেমন খুশির সঞ্চার হয়েছে, তেমনই প্রিয় চরিত্র থেকে বিদায় নেওয়ার বিষয়টিও অনেককে হতাশ করেছে।
আরও পড়ুন: নায়ক তো নয় পাক্কা রোমিও!সুরভির সঙ্গে সম্পর্ক ভেঙে শার্লির প্রেমে বুঁদ অভিষেক
এই নতুন ধারাবাহিকে রোশনি কতটা সাফল্য অর্জন করবেন, তা সময়ই বলবে। তবে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের গল্পে তার অনুপস্থিতি ও নতুন অভিনেত্রী মানসী সেনগুপ্তের এন্ট্রি কতটা দর্শকের মন জয় করতে পারবে, সে বিষয়েও কৌতূহল বাড়ছে।