দুই মাসের স্বল্প মেয়াদের মধ্যেই শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘কাজল নদীর জলে’ (Kajol Nodir Jole) । জি বাংলার (Zee Bangla) দুপুরের স্লটে সম্প্রচারিত এই ধারাবাহিকটি ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছিল। প্রধান তিন চরিত্রে ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, অরুণিমা হালদার, এবং মৈনাক বন্দ্যোপাধ্যায়। ৯ নভেম্বর ধারাবাহিকের শেষ দিন, মন খারাপ নিয়ে ভক্তদের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন অভিনেত্রী অরুণিমা।
শেষ হচ্ছে ‘কাজল নদীর জলে’! জানালেন অভিনেত্রী অরুণিমা!
শেষ পর্ব সম্প্রচারের দিনে ধারাবাহিকের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেন অরুণিমা। ক্যাপশনে তিনি লেখেন, “আজ যেহেতু শেষ পর্বের সম্প্রচার, তাই মনটা ভারী হয়ে আছে। চরিত্রটি খুব বাস্তবের কাছাকাছি ছিল, আর আমি কঙ্কা চরিত্রটি সত্যিই মিস করব।” নিজের অভিনীত চরিত্রের সঙ্গে দর্শকের যোগাযোগ স্থাপন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ধারাবাহিকের গল্পে নারী চরিত্রটি পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে নিজের অবস্থান গড়ে তোলার চেষ্টা করেছে। অরুণিমা লেখেন, “বাংলা সিরিয়ালের সাধারণ ধারা থেকে একটু আলাদা ছিল আমাদের গল্প। এই ধরনের চরিত্রে কাজ করতে পেরে আমি গর্বিত।” কঙ্কা চরিত্রটি এবং গল্পের ভিন্নতা তাঁকে অভিনেত্রী হিসেবে একটি বিশেষ অভিজ্ঞতা এনে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভক্তদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে অরুণিমা লেখেন, “আমি কথা দিচ্ছি ভবিষ্যতেও এমন সুন্দর গল্পের অংশ হব এবং মনপ্রাণ দিয়ে কাজ করব।” তিনি আরও জানান, শিল্পে এবং মানুষের প্রতি তাঁর বিশ্বাস দৃঢ়, যা একজন অভিনেতা হিসেবে তাঁকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে নতুন এবং ব্যতিক্রমী গল্প নিয়ে দর্শকদের সামনে আসবেন বলেও জানিয়েছেন অরুণিমা।
আরও পড়ুনঃ আসছে ‘অনুপমার প্রেম’, জি না জলসা কোন চ্যানেলে দেখা যাবে নতুন এই মে
‘কাজল নদীর জলে’র শেষ হওয়ার পাশাপাশি জি বাংলা চ্যানেলে বেশ কিছু পরিবর্তন এসেছে। একাধিক ধারাবাহিকের সম্প্রচার সময় পরিবর্তিত হয়েছে, এবং নতুন সিরিয়ালও যোগ হতে চলেছে। দর্শকরা এখন এই চ্যানেলকে একদম নতুন আঙ্গিকে দেখতে পাবেন, যা তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা বয়ে আনবে।