জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi )এখন দর্শকদের মন জয় করছে টানটান উত্তেজনা আর রহস্যময় ঘটনাপ্রবাহ দিয়ে। আনন্দীকে খুঁজে বের করার চেষ্টায় মরিয়া আদি, আর তার এই মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তার বন্ধু অমৃতা। লাহিড়ী বাড়ির অন্দরমহলে চলছে মেহেন্দি অনুষ্ঠান, কিন্তু আদির মন পড়ে রয়েছে আনন্দীর অবস্থান জানার আকাঙ্ক্ষায়। অন্যদিকে, বন্দি অবস্থায় দুর্বল আনন্দী মুক্তির আশায় স্মরণ করছে মা দুর্গাকে।
গতকালের পর্বে মেহেন্দি অনুষ্ঠানে আদিকে নিয়ে যাওয়ার জন্য তিতির জোরাজুরি করলেও আদি একেবারেই যেতে চায়নি। তিতিরের সঙ্গে তর্কের মাঝেই লাহিড়ী বাড়িতে হাজির হয় অমৃতা। তবে সে নিজের পরিচয় গোপন করে আদির বন্ধু হিসেবে আসে। আনন্দীকে খুঁজে বের করার দায়িত্বে অমৃতা লাহিড়ী বাড়ির পরিবেশ ও মানুষগুলোকে পর্যবেক্ষণ শুরু করে। অন্যদিকে, আনন্দীকে খুঁজে পাওয়ার আশ্বাস পেয়ে বাড়ির সদস্যদের মনে কিছুটা স্বস্তি এলেও তিতিরের সন্দেহ বাড়তে থাকে।
আনন্দী আজকের পর্ব ২৮ নভেম্বর (Anondi Today Episode 28 November)
আজকের পর্বে দেখানো হবে, মেহেন্দি অনুষ্ঠানে আদিকে নিয়ে যাওয়ার জন্য অমৃতা চালাকির আশ্রয় নেয়। তিতির যাতে কিছু সন্দেহ না করে, সেজন্য সে আদিকে অনুষ্ঠানে পাঠায়। এদিকে অমৃতাকে দেখে তিতিরের অস্বস্তি বেড়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, আদির এই বিশেষ বন্ধুত্বের শুরুর দিনটি কবে? অন্যদিকে, বন্দি অবস্থায় আনন্দী ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে। নন্দিনীর চালাকির কারণে কেউ তার অবস্থান জানতে পারছে না। এদিকে, অমৃতা বুঝতে পারে লাহিড়ী বাড়ির সদস্যদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে, যা আনন্দীকে খুঁজে পাওয়ার পথে বড় বাধা।
আরও পড়ুন: ফুলকি’র ঝটকায় মাত ‘কথা’! একলাফে কমল টিআরপি! প্রথম পাঁচে হাড্ডাহাড্ডি লড়াই জলসা ও জি বাংলার
আগামীকালের পর্বে আরও টানটান উত্তেজনার সাক্ষী হতে চলেছেন দর্শকরা। তিতির ও অমৃতার মধ্যে চাপা উত্তেজনা আরও বাড়বে। অন্যদিকে, আদির তৎপরতায় আনন্দীকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হবে। তবে নন্দিনী কি আদির এই পরিকল্পনা টের পাবে? আর বন্দি অবস্থায় আনন্দী নিজেকে মুক্ত করার কোনো উপায় খুঁজে পাবে কি না, তা নিয়েই এগোবে গল্প। লাহিড়ী বাড়ির প্রতিটি সদস্যের ভূমিকা আগামীকালের পর্বে আরও স্পষ্ট হবে। ধারাবাহিক ‘আনন্দী’ এখন নতুন মোড় নিতে চলেছে, যেখানে প্রতিটি মুহূর্তে দর্শকরা নতুন চমক প্রত্যাশা করছে।