বাংলা টেলিভিশনের পর্দায় কিছু কিছু ধারাবাহিক স্থায়ীভাবে বাঙালি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর সেই রকমই একটি ধারাবাহিক হল জি বাংলার নিজস্ব প্রযোজনা সংস্থার ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে থাকা অজস্র ধারাবাহিকের ভিড়েও এই ধারাবাহিকটি দারুণভাবে জায়গা করে নিয়েছে দর্শকদের মধ্যে। টিআরপি তালিকাতেও একটা সময় পর্যন্ত এই ধারাবাহিকটি দারুণ ফল করেছে।
যদিও সময়ের সঙ্গে সঙ্গে গল্পের প্লট পরিবর্তনের ফলে এই ধারাবাহিকটি ক্রমশ পিছিয়ে পড়েছে টিআরপির লড়াই থেকে। যদিও ধারাবাহিকের গল্প বিভিন্ন সময় মন জিতেছে বাঙালির।
এই ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্র হয়ে উঠেছে বাঙালির ঘরের সদস্য। আজ থেকে প্রায় দু বছর আগে জি বাংলার পর্দায় এই ধারাবাহিকটি শুরু হয়েছিল। বলাই বাহুল্য সুদীর্ঘ দুই বছর ধরে রীতিমতো সাফল্যের সঙ্গেই এগিয়ে চলেছে এই ধারাবাহিক।
বারবার বিভিন্ন সময় এই ধারাবাহিক বন্ধের খবর মিলেছে। কিন্তু সমস্ত গুঞ্জন উড়িয়ে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে এই ধারাবাহিক। যৌথ পরিবারের এই গল্প আজও মন দখল করে রেখেছে বাঙালির। আর যার ফলে সাফল্যের সঙ্গেই চলছে এই ধারাবাহিক। সম্প্রতি দ্বিতীয় বারের জন্য এই ধারাবাহিক বিরাট লিপ নিয়েছে এই ধারাবাহিক। এবার এই ধারাবাহিকটিতে দুজন নায়িকা, দুজন নায়কের দেখা মিলবে।
এই ধারাবাহিকের প্রোমোতে দেখানো হচ্ছে পর্ণা আর সৃজনের মেয়ে পুঁটি অনেকটাই বড় হয়ে গেছে। আর এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে নায়িকা সোমু সরকার। যিনি এর আগে গোধূলী আলাপ এবং আলোর কোলের মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। আর এবার নিম ফুলের মধু ধারাবাহিকের দ্বিতীয় প্রজন্মের মূল নায়িকা তিনিই।
আরও পড়ুন: এক কামড়েই মিলিয়ে যাবে! শীতে বানান রসপুলি পিঠে, রইল সহজ রেসিপি
দর্শকদের আশঙ্কা এবার হয়ত পর্ণা-সৃজনের চরিত্র গৌণ হয়ে পড়বে। মুখ্য হয়ে উঠবে পুঁটির চরিত্র। নায়িকা এলে নায়ক তো লাগবেই। তবে এই মেগা ধারাবাহিকে পুঁটির নায়ক কে হবে? এই নিয়ে দীর্ঘ জল্পনা চলছেই। শোনা যাচ্ছে এই ধারাবাহিকে সোমুর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা রুদ্রজিৎ মুখার্জিকে। যদিও এখনও চ্যানেলর তরফে অফিসিয়ালি ঘোষণা হয়নি। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে নায়ক হচ্ছেন তিনি।