ফের সরগরম টেলিপাড়া। শেষ হতে চলেছে জনপ্রিয় মেগা। ২৫-এর জানুয়ারিতেই লালবাতি দেখতে পারে এই সিরিয়াল। এমনই খবর শোনা যাচ্ছে। তারপর থেকেই মন খারাপ দর্শকদের। টিআরপির (Trp) চক্করে বন্ধ হতে বসেছে একের পর এক ধারাবাহিক। তাই সিরিয়াল বন্ধের খবর শুনলেন প্রমাদ গুনতে থাকেন দর্শকরা।
মাল্টি স্টারকাস্ট সিরিয়াল হলেও কোনও কালেই টিআরপি ভালো ছিল না এই মেগার। মাঝে গল্পে টুইস্ট নিয়ে এসে টক অফ দ্য টাউন হয়েও ফের নিম্নগামী টার্গেট রেটিং পয়েন্ট। বর্তমানে নতুন বছর উপলক্ষ্যে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে আসছে একাধিক নতুন মেগা। ফলত, কম টিআরপির পুরোনো সিরিয়ালগুলির বেজেছে বিদায়ঘণ্টা।
টেলিপাড়া সূত্রে খবর, এবার বন্ধের মুখে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’। তিন বোন ‘রাই’,’নিলু’ ও ‘স্রোত’-এর জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোয় গল্প। পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে নিজের জীবনকে উৎসর্গ করে বড়মেয়ে রাই। তারপর ভালবাসা এলেও জীবন কাটে তার বারংবার ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে।
শেষ পর্যন্ত কোন খাতে বইবে রাই ও অনির্বাণের মধ্যে সম্পর্ক? সিরিয়ালের গল্পে আদৌ শেষ পর্যন্ত তাদের মিল হবে? কী হবে এরপর? সকলের মিল দেখিয়েই শেষ হবে সিরিয়াল?
আরও পড়ুন: হাতে ১৫ মিনিট থাকলেই বানিয়ে নিতে পারেন বাংলার এক নম্বর স্ন্যাকস, রইল রেসিপি
প্রসঙ্গত সূত্র বলছে, ‘মিঠিঝোরা’র জায়গা নিতে চলেছে নয়া ধারাবাহিক। কাস্টিং-এ থাকবে একাধিক চমক। অন্য কোনও নায়ক কামব্যাক করবেন নাকি আসছে নতুন মুখ বলবে সময়।