জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক পরিণীতা (Parineeta)। বেশ কয়েক দিন আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা নায়িকা ঈশানী চ্যাটার্জি (Ishani Chatterjee) নায়কের চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। আর এবার প্রকাশ্যে এল এই ধারাবাহিকের নতুন প্রোমো।
রায়ানকে ফেরাতে কি কান্ড ঘটালো পারুল?
জি বাংলার এই মেগা সিরিয়ালে নায়ক এবং নায়িকাকে টম এন্ড জেরির মতো লড়তে দেখা যাচ্ছে। গ্রামের সাধারণ মেয়ে পারুলকে মোটেও পছন্দ নয় শহুরে আধুনিক ছেলে রায়ানের। আর নানান কারণে পারুলের ওপর বেজায় খচে থাকে রায়ান। এদিকে, পরিস্থিতির প্রকোপে পারুলের সঙ্গেই বিয়ে হয়েছে রায়ানের।
স্বাভাবিকভাবেই এই বিয়ে মানতে পারেনি রায়ান। পারুল বাড়িতে থাকলে সেই বাড়িতে থাকবে না সে। বাড়িতে সেই কথাই উঁচু মুখে জাহির করলো নায়ক। কিন্তু পারুলকেই বাড়িতে রাখার পক্ষে মত দিলেন পরিবারের জ্যৈষ্ঠ সদস্য। অপমানিত হয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় রায়ান। এই নিয়ে প্রকাশ্যে এলো নতুন প্রোমো।
রায়ান বাড়ি ছাড়তেই সবাই পারুলকে দোষারোপ করতে থাকে। আর তখনই পারুল চুপি চুপি ছকে নেয় তাঁর প্ল্যান। যেমন করেই হোক রায়ানকে সে বাড়ি ফেরাবে। এই ভেবেই পারুল সোজা চলে যায় রায়ানের কলেজে। সবসময়ই সেখানে মধ্যমণি রায়ান। হ্যান্ডসাম রায়ানকে পছন্দ করে কলেজের সবাই। তাই পারুলের সঙ্গে বিয়ের কথা রায়ান কাউকে জানাতে চায় না।
পারুলকে দেখে রায়ান বলে, বিয়ের কথা যেন কেউ জানতে না পারে। পারুল তখন বলে “ঠিক আছে বলব না ঘর চল।” কিন্তু রায়ান বলে সে যাবে না। পারুল তখন পাল্টা বলে, সে এক্ষুনি সবাইকে জানিয়ে দিচ্ছে। এই বলে স্টেজে উঠে হাতে মাইক নিয়ে বিয়ের কথাই বলতে যায় পারুল। আর তখনই পারুলের মুখ চেপে সরিয়ে নিয়ে আসে রায়ান। তাহলে কি এবার রায়ানকে বাড়ি ফেরাতে পারবে পারুল? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।