জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা ও অভিনেতা রুবেল দাস। তবে সম্প্রতি ধারাবাহিকের গল্প লিপ নিয়েছে। যার কারণে এখন দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করছেন অভিনেত্রী সমু সরকার (Somu Sarkar)।
পর্ণার মেয়ের চরিত্রে বাহবা পেলেন অভিনেত্রী সমু!
জি বাংলার এই মেগা সিরিয়ালের গল্প বর্তমানে এগিয়ে গিয়েছে ১৭ বছর। বড় হয়ে উঠেছে পর্ণা ও সৃজনের ছেলে মেয়েরা। ঘর ছাড়া সৃজন সন্তানদের বড় হতে দেখেনি। একা দক্ষ হাতে চতুর্দিক সামলে এসেছে পর্ণা। এদিকে মায়ের মতই দাপুটে হয়েছে মেয়ে পুঁটি। অসাধারণ অভিনয়ে নজর কাড়ছেন অভিনেত্রী সমু সরকার।
জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ বহুবার বেঙ্গল টপার হয়েছে। আর সেই কারণেই মেগার জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে। ধারাবাহিকের গল্প নিয়ে এখনো চলে নানান চর্চা। চর্চার শিখরে থাকা এই ধারাবাহিকটি বর্তমানে দর্শক মহলে হিট।ধারাবাহিকের গল্প যেভাবে এগিয়েছে, এই অনুযায়ী বেছে নেওয়া হয়েছে নতুন নায়ক নায়িকাকে।
টেলিভিশন পর্দায় জনপ্রিয় অভিনেত্রী সমু সরকার বর্তমানে ‘নিম ফুলের মধুর’ নতুন নায়িকা। পুঁটির চরিত্রে অভিনয় করছেন তিনি। হাসিখুশি, চঞ্চল মেয়েটির দাপট দেখে চোখ সরছে না দর্শকদের। এর আগে তিনি অভিনয় করেছেন আলোর কোলে ধারাবাহিকে। এখানেও দ্বিতীয় নায়িকা হিসেবে অনবদ্য অভিনয় করেছেন সমু। আর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে আসতেই ফের চর্চার কেন্দ্রবিন্দু তিনি।
আরও পড়ুন: দাদু, বাবার পর একই পেশায় এবার মেয়ে!অভিনয়ে পা রাখছেন শাশ্বত চট্টোপাধ্যায় কন্যা হিয়া
দর্শকরা বলছেন, “বাপরে বাপ, মা মেয়ে পুরো ফাটিয়ে দিচ্ছে। কি এ্যাকশন রে। পুঁটি চরিত্রে পারফেক্ট কাস্টিং সমু। কি দৌড় না দিল। আর গুলি মারার সময় পর্ণা বাঁচিয়ে নিল।” আবার, দর্শকদের এও মত, বর্তমানে ‘নিম ফুলের মধুর’ লোকেশনগুলো কি সুন্দর লাগছে। দত্ত বাড়ি সেটটাও জোশ করেছে রং করার পর।”