জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ১ (Didi No. 1)। এক দশকের বেশি সময় ধরে এই নন ফিকশন সম্প্রচারিত হয়ে আসছে জি বাংলায়। বরাবরই টিআরপি (Trp) গগনচুম্বী। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দিদিরা এসে শো-এ নিজের স্ট্রাগলের কথা তুলে ধরেন।
দিদি নম্বর ১-এর মঞ্চে এসে ফের একবার নিজের গল্প শোনালেন মা ও মেয়ে। এবার মাকে সঙ্গে করে এনেছেন জি বাংলার সিরিয়াল পরিণীতা’র নায়িকা ঐশানি। মা সংঘমিত্রা জানালেন, অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছেন তিনি। স্বামী উপার্জন করতেন না। তাই বাড়ির সামনে একটি স্টল মতো খুলে টেলারিং-এর ব্যবসা শুরু করেন তিনি। যা উপার্জন হত সবটাই ধার্য থাকত মেয়েদের পড়াশোনার জন্য।
ঈশানি আরও জানান, তিনি মাকে অনেক কষ্ট করতে দেখেছেন। সকালে উঠে রান্না করা, তাকে স্কুলে নিয়ে যাওয়া থেকে ব্যবসা সামলানো সবটাই করতে দেখেছে মাকে। বারবার মায়ের আত্মত্যাগ তাঁকে মুগ্ধ করেছে। মা-বাবা তাঁকে পড়াশোনা শিখিয়ে ডাক্তার তৈরি করতে চেয়েছেন।
ঈশানি জানান, স্টলের পিছনে একটি এককামড়া ঘর। উপরে টালির চাল। সেখানেই সপরিবারে থাকতেন তাঁরা। বৃষ্টির সময় উপর থেকে জল পড়ত। তখন বাবা-মাকে বালতি নিয়ে দৌড়োতে দেখেছেন রীতিমতো।
আরও পড়ুন: তীব্র কাজের খরা! মিলছে না কাজ, ছোটপর্দার স্নেহা ভাগ করে নিলেন মনের কথা
ছোটবেলা থেকেই পড়াশোনা, নাচ-আঁকা সবেতেই প্রথম ঐশানী। পাঁচমাস আগে তাঁর বাবা গত হয়েছেন। মায়ের কঠিন লড়াইতে একমাত্র পাশে ছিলেন বাবা। মেয়ের জন্য বরাবরই গর্বিত ছিলেন তিনি। উচ্চমাধ্যমিক পাশ করে আপাতত, ডাক্তার হওয়ার প্রস্তুতি করছে ঐশানী।