এই মুহূর্তে টলিউড বাংলা সিরিয়াল জগতের সবথেকে বড় খবর, বিয়ে করেছে পর্নার ছেলে অর্থাৎ অর্পণ। জি বাংলায় (Zee Bangla) সকল সিরিয়ালের মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকা দেখতে পাওয়া যায় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং অভিনেতা রুবেল দাসকে (Rubel Das)।
বর্তমানে ‘নিম ফুলে মধু’র দত্ত পরিবারে দেখতে দেখতে কেটে গিয়েছে দীর্ঘ কুড়ি বছর, পুনরায় আবার সকলের জীবনে ফিরে এসেছে সকলের প্রিয় বাবু অর্থাৎ সৃজন কিন্তু বদলে গিয়েছে তাঁর সাজপোশাক। তবে মাত্র কিছুদিন হল এই চমক দেখে অবাক হয়েছেন সিরিয়াল প্রেমীরা। এর মধ্যেই আবার আসতে চলেছে অপ্রত্যাশিত চমক দত্ত পরিবারে, এই সিরিয়ালের নতুন প্রমোর ইঙ্গিত দিচ্ছে তারই।
সিরিয়াল নির্মাতাদের পক্ষ থেকে সদ্য প্রকাশিত প্রমোতে দেখতে পাওয়া যাচ্ছে, পর্ণা-সৃজনের একমাত্র ছেলে অর্পণ আচমকি বিয়ে করে বউ নিয়ে বাড়িতে চলে এসেছে। ফলত, বাড়ির লোকেরা সকলে স্তম্ভিত, কিন্তু অন্যদিকে এই দৃশ্য দেখে বেজায় রেগে গিয়েছেন পর্ণা। পর্ণা তাঁর ছেলের উদ্দেশ্যে বলছে, “তোর এত বড় সাহস তুই বিয়ে করে নিয়ে চলে এলি, তোকে পারমিশন কে দিয়েছে?”। প্রমোর এখানেই রয়েছে আসল টুইস্ট।
আরও পড়ুন: টিআরপি জমজমাট, দাপট দেখাচ্ছে কথা, গীতা! পিছিয়ে নেই জগদ্ধাত্রী, ফুলকিরা! কী অবস্থা বাকিদের?
দেখতে পাওয়া যাচ্ছে, পর্ণা তাঁর ছেলেকে প্রশ্ন করাতে উত্তর দিচ্ছে সৃজন অর্থাৎ আজকের ভোল বদলানো বাবু। এসে বলে, “এরা একে অপরকে ভালোবাসে, তাই জন্যই তো বিয়ে করেছে” এইসব শুনে রেগে থাকা পর্ণা পাল্টা প্রশ্ন করে বাবুকে, বলে “তুমি প্রেমের কী বোঝো”। এর উত্তরে বাবু বলে যে সেও প্রেম করে আর কিছুদিনের মধ্যে সেও বিয়ে করতে চলেছে। এই শুনেই অবাক পর্ণা, জিজ্ঞাসা করে ফেলল সে কাকে বিয়ে করতে চায়? এরপরই বাবুর সঙ্গে এন্ট্রি নেয় নতুন নায়িকার। এই দেখে পর্ণা তাঁর মেয়ে অর্থাৎ পুঁটিকে বললো, “বুঝলি পুঁটি, কুড়ি বছর পরে আবার আমার তারটা কাটলো”। তাহলে, দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন আগামী দিনে এই গল্পের মোড় কোন দিকে ঘুরতে চলেছে?