জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল আনন্দী (Anondi) প্রতিদিন নতুন নতুন গল্প ও চমক নিয়ে দর্শকদের মন জয় করে চলেছে। পরিবার, সামাজিক দায়িত্ব ও নারীর স্বাবলম্বিতার কাহিনি ঘিরে আবর্তিত এই সিরিয়াল এবার তুলে ধরল এক মানবিক এবং চাঞ্চল্যকর অধ্যায়। ২০ ডিসেম্বরের এপিসোডে দর্শক দেখতে পাবে আনন্দী ও সুমনার একসাথে জটিল পরিস্থিতি সামলানোর কাহিনি। আনন্দী যেখানে নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের দায়িত্বও পালন করে, সেখানে সুমনা বৌদির একটি সাহসী ভূমিকায় আবির্ভাব নতুন মোড় আনবে গল্পে।
আনন্দী আজকের পর্ব ২০ ডিসেম্বর। Anondi today episode 20 December
হাসপাতালের বাচ্চাদের জন্য আনন্দী একটি ফুড ডেলিভারি পরিকল্পনা করেছিল। তবে সমস্যা দেখা দেয় যখন সে বুঝতে পারে তার ব্যক্তিগত উপস্থিতি ভবিষ্যতে ঝামেলা বাড়াতে পারে। এই সমস্যার সমাধান করতে আনন্দী সুমনা বৌদিকে ফুড ডেলিভারি বয় হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সুমনাকে ছেলের সাজে বহুরূপী করে তৈরি করা হয়। বাড়ির সবাই তাকে দেখে চমকে গেলেও আনন্দী পরিস্থিতি সামলে নেয়। এমনকি ছোট কাকিমা সুমনাকে দেখে ফেললেও আনন্দী বুঝতে দেয় না এবং জানায় সুমনা মন্দিরে গেছে পুজো দিতে।
ফুড ডেলিভারি নিয়ে সুমনা হাসপাতালে পৌঁছায়। সেখানে আনন্দীর বরের সঙ্গে এবং তার নিজের বরের সঙ্গে সুমনার দেখা হয়ে যায়। তবে আনন্দীর চতুরতায় সুমনা ধরা পড়ে না। এরপর বাচ্চাদের খাবার পৌঁছে দিয়ে তারা তাদের মিশন সফল করে। শিশুদের ওয়ার্ডে খাবার খেতে দেখে সুমনা আবেগপ্রবণ হয়ে পড়ে। এই দৃশ্যটি দেখানো হয় যে মানবিক দায়িত্ব পালনের আনন্দ কেমন।
খাবার পৌঁছানোর কাজ শেষে সুমনা বাড়ি ফিরে আসে। আনন্দী জানতে পারে যে সুমনার ছেলে হোস্টেলে রয়েছে এবং সে তাকে খুব মিস করে। আনন্দী তখন সুমনাকে ছেলের সঙ্গে যোগাযোগ করতে বলে। তবে সমস্যা দেখা দেয়, কারণ হোস্টেল থেকে জানানো হয় যে পরিবারের দুই সদস্যের অনুমতি ছাড়া কেউ ছেলেটির সঙ্গে কথা বলতে পারবে না। এই খবরে সুমনা হতাশ হলেও আনন্দী তাকে সমর্থন করে এবং আশ্বাস দেয় যে সে সমাধান বের করবে।
আরও পড়ুনঃ জলসা জমজমাট, আসছে নতুন ধারাবাহিক ‘অধিলক্ষী’, ফিরছেন জনপ্রিয় নায়ক নায়িকা, বন্ধ হচ্ছে কোন ধারাবাহিক?
এই পর্বের শেষে নতুন রহস্য উন্মোচিত হয়। বাড়ির দুই ছেলে সুমনার সন্তানকে দেখতে কেন অনুমতি পায়? আনন্দী কি এই সমস্যার সমাধান করতে পারবে? সুমনা কি তার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকদের পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় থাকতে হবে। আনন্দী সিরিয়ালের এই মানবিক দায়িত্ব ও পরিবারকেন্দ্রিক গল্প দর্শকদের মন জয় করছে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।