সিনেমার কথা বলতেই দর্শকদের মনে একটাই কথা আসে, সিনেমা মানেই ‘লার্জার দ্যান লাইফ’ অর্থাৎ যা হবে কিনা অতিরঞ্জিত কিংবা সহজ ভাষায় বলতে গেলে বাস্তব জীবনে যে সকল ঘটনা সচারচর ঘটতে দেখা যায় না। কিন্তু আজকালকার দিনে, সব কিছু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিনেমা তৈরির ধারাও বদলেছে, তার টলিউড জগতে হোক কিংবা বলিউডে।
এই প্রসঙ্গে কথা বলতে গেলে বলাই বাহুল্য দর্শকদের সিনেমার প্রতি স্বাদের বদল ঘটেছে। বিশেষত বাংলায় ধারাবাহিকতার সঙ্গে চলে আসা একেবারে কমার্শিয়াল ছবি থেকে সরে গিয়ে এখন অনেকেই বেশ পছন্দ করছে মানুষের বাস্তব জীবনে নিত্য নৈমিত্তিক ঘটতে থাকা ঘটনা নিয়ে তৈরি হওয়া সিনেমা। বর্তমানে ডিসেম্বরে এই প্রাক্কালে হই হই করে মুক্তি পাচ্ছে বাংলার বেশ কয়েকটি সিনেমা।
দেবের খাদান থেকে শুরু করে রাজের সন্তান সকলেই সকল সিনেমার প্রেমীরাই ছবি দেখার জন্য হলমুখী হচ্ছেন। এই সকল সিনেমার মধ্যে গত ২০শে ডিসেম্বর মুক্তি পেয়েছে মানসী সিনহার পরিচালনায় ‘৫নং স্বপ্নময় লেন’। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া গেছে অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, অর্জুন চক্রবর্তী, চন্দন সেন, অন্বেষা হাজরা প্রমুখদের। এক সুন্দর পারিবারিক গল্পের প্রতিচ্ছবি তুলে ধরেছে এই সিনেমা।
এই মুহূর্তে মানসীর এই সিনেমা দর্শকদের থেকে যথেষ্ট প্রশংসা করছেন। এই সিনেমার অভিনেত্রী অন্বেষা হাজরা বর্তমানে বিশেষভাবে মন কাড়ছেন দর্শকদের। এই সময়ে অন্যের সাথে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘আনন্দী’তে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে এই অভিনেত্রী সিনেমার জন্য হল ভিজিট করাতে দর্শকরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে, অভিনেত্রী একেবারে দর্শকদের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে মনের কথা খুলে বলছেন। অভিনেত্রী বললেন, “তোমাদের যে ভালো লেগেছে, এটাই আমাদের কাছে অনেক”।
আরও পড়ুনঃ ফের ছোট পর্দায় নায়ক হয়ে ফিরছেন তিতলি ধারাবাহিক খ্যাত আরিয়ান ভৌমিক! নায়িকা চরিত্রে বিরাট চমক
এমনকি দর্শকেরা পর দেখা অভিনেত্রীকে সামনাসামনি দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, “আমাদের খুব ভালো লেগেছে। তোমার মতন যেনো হতে পারি” বিদেশে দেখা যাচ্ছে অভিনেত্রী করজোড়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছেন। এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর নম্র ব্যবহার দেখে চর্চিত হয়েছে। একজন নামী অভিনেত্রী হওয়া সত্বেও কত সহজে নিজের ভক্তদের সঙ্গে মিশে গেছে অন্বেষা। অহংকার নেই এতটুকুও। নেট পাড়ায় এই ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন।