জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“অন্বেষা নায়িকা হওয়ার জন্য জন্মায়নি” আজকের ইন্ডাস্ট্রি নিয়ে চাঁচাছোলা মন্তব্য পরিচালক মানসীর

একগুচ্ছ স্বপ্ন নিয়ে এসেছে ‘৫নং স্বপ্নময় লেন’ (5no. Swapnomoy Lane)। বর্তমানে, বছর শেষের এই শীতের মরশুমে খাদান এবং সন্তানের পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘৫নং স্বপ্নময় লেন’। পরিচালক হিসেবে অভিনেত্রী মানসী সিনহার (Manashi Sinha) এটি দ্বিতীয় কাজ। এই সিনেমার মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে অপরাজিতা আঢ্য, অন্বেষা হাজরা, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জির মতন টলিউড তারকরা। এই সিনেমাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমকে পরিচালক দিলেন অকপট সাক্ষাৎকার।

আজকালকার দিনে সিনেমা জগতে আকচারই দেখতে পাওয়া যায় যৌথ পরিবারের গল্প বড়পর্দায় দেখা গেলেও বাস্তবিক জীবনে মানুষের মধ্যে থেকে যৌথ পরিবার বিষয়টি হারিয়ে যাচ্ছে এই নিয়ে সাক্ষাৎকারী প্রশ্ন করাতে পরিচালক তথা অভিনেত্রী বললেন, “আমাদের গল্পটাও যৌথ পরিবারের গল্প নয়। যৌথ পরিবার ভেঙে যাওয়ার গল্প” অর্থাৎ এই ভেঙে যাওয়া পরিবারকেই জোড়া লাগানোর চেষ্টাকেই বড় পর্দায় তুলে ধরতে চেয়েছেন পরিচালক।

যৌথ পরিবার নিয়ে স্মৃতিচারণায় মানসী বললেন, “আমি খুব একটা যৌথ পরিবারে বড় হয়নি। আমি এবং আমার মায়ের ছোট্ট একটা পরিবার ছিল। সেখানে আমার দিদা এসেছিলেন।” এই বিষয়ে অভিনেত্রী আরও বললেন, “আমি চারপাশে অনেক যৌথ পরিবার দেখেছি। তার থেকে অনেক বেশি আমি যৌথ পরিবার ভেঙে যাওয়া দেখেছি।” পরিচালক তার এই বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন হয়তো এই ধরনের ভেঙে যাওয়া পরিবার দেখেই মনের ওপর প্রভাব পড়েছে এবং তারই প্রতিফলন এই সিনেমাতে ঘটেছে।

স্বপ্নময় লেনের সহযোদ্ধা হিসাবে এসেছে আরও দুটি সিনেমা, এই ব্যাপারের প্রতিক্রিয়া নিয়ে পরিচালককে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, “যে ছবিগুলি এসেছে প্রত্যেকটি ছবি ভীষণ গুরুত্বপূর্ণ ছবি বাংলা ইন্ডাস্ট্রির জন্য। আমি খুব ব্যক্তিগতভাবে মানে বাংলা ইন্ডাস্ট্রির একজন হিসেবে চাইবো ওই দুটি ছবি খুব হিট করুক সঙ্গে আমাদের সিনেমাটাও দেখুক”। এই সিনেমার শুটিং সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মানসী অভিনেত্রী অপরাজিতার ব্যাপারে বললেন, “বাংলা ইন্ডাস্ট্রি জানেনা অপরাজিতা আঢ্য কি পটেনশিয়াল অ্যাক্ট্রেস”।

এরপর ছোট পর্দার জনপ্রিয় মুখ অন্বেষা হাজরার কথা জিজ্ঞাসা করাতেই প্রশংসায় পঞ্চমুখ পরিচালক। বললেন, অন্বেষা নায়িকা হতে জন্মায়নি, ও জন্মেছে অভিনেত্রী হবে বলে। অন্বেষার বাস্তবের মাটিতে পা আছে এবং সে তার এই ব্যবহার নিয়ে অনেক দূর এগিয়ে যাবে বলি আশাবাদী ‘৫নং স্বপ্নময় লেন’-এর পরিচালক। সাক্ষাৎকারের শেষে অভিনেত্রী তথা পরিচালকের বাংলার সমগ্র দর্শকদের কাছে একটাই আবেদন দর্শকের জন্য, দর্শকের স্বার্থে এই সিনেমা। সমালোচনা করতে হলে সিনেমাটি দেখতে হবে, দেখে সমালোচনা করুন। অন্যের মুখ থেকে শুনে নয়।

Tolly Tales