আজকালকার দিনে, দিনে-দুপুরে ডাকাতি থেকে শুরু করে সাইবার ক্রাইম নামক প্রতারণাও দিনে দিনে বাড়ছে। সাইবার ক্রাইম যদি কারোর সঙ্গে ঘটে তা চুরি কিংবা ডাকাতির থেকে কোনো অংশেই কম নয়। এই ধরনের ঘটনা ঘটতে পারে যে কারোর সঙ্গে। এর আগেও অনেক নামজাদা ব্যক্তিদের নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে কিংবা তাঁদেরই একাউন্ট হ্যাক করে সামাজিক মান ক্ষুন্ন করেছেন।
‘যার সাথে হয়, সে-ই বোঝে! বিষণ্ণতায় মোরা যন্ত্রণা’ এই ধরনের বিষাদগ্রস্ত পোস্ট দেখা যাচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়ার একাউন্টে। ক্যাপশনে লেখা, “বাবা তোমাকে মিস করছি, মা তোমাকেও।” এই ঘটনাটি যাঁর জীবনে ঘটেছে তিনি হলেন বাংলার ছোটো পর্দার অভিনেত্রী পল্লবী শর্মা। বর্তমানে অভিনেত্রী আমি বাংলা নিউ ফুলের মধু ধারাবাহিককে মুখ্য চরিত্রের অভিনয় করছেন।
প্রসঙ্গত, অভিনেত্রী বলেন তিনি তাঁর ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন। অভিনেত্রীর এই পোস্ট দেখেই সান্তনা ভরা মন্তব্যে ভরিয়ে দিলেন পল্লবীর অনুরাগীরা। অভিনেত্রী এই কঠিন সময় মন শক্ত রাখতে বলছে তাঁর মেগার প্রেমীরা। ভুঁড়ি ভুঁড়ি পোস্টে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। এই দেখে অভিনেত্রী নিজেই অবাক। করছে কে?
আরও পড়ুনঃ আবারও পর্দা কাঁপাতে ফিরছেন অপরাজিতা আঢ্য! এবার কোন চরিত্রে?
এই ধরনের ঘটনা ঘটতে দেখে সংবাদমাধ্যম অভিনেত্রী সঙ্গে যোগাযোগ করেছিল। এই সূত্র ধরে পল্লবী বলেন, “ফেসবুকে আমার কোনও ‘অ্যাকাউন্ট’ বা ‘পেজ’ নেই। শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। তাতেও খুব বেশি পোস্ট নেই। এই বিষয়টা কাউকে বোঝাতে পারি না।” তবে অভিনেত্রীর দাবি, এই একাউন্ট থেকে প্রায়শই কিছু না কিছু পোস্ট করা হয়।