টলিউডের অট্টহাসি, কথার মধ্যে রয়েছে সেই দৃঢ়তা, প্রাণোচ্ছল ব্যবহার- এই সব গুণের অধিকারী যিনি, তিনি হলেন টলিউডের অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ছোট পর্দা থেকে বড় পর্দা সমান ভাবে দাপটের সঙ্গে অভিনয় করে চলছেন এই অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী কে দেখতে পাওয়া যাচ্ছে ‘৫নং স্বপ্নময় লেন’ সিনেমাতে। সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে অভিনেত্রী প্রশংসা কুড়িয়েছে সিরিয়াল জগতে।
সিরিয়াল জগতে অভিনেত্রী মায়ের চরিত্রে বরাবরই অনবদ্য অভিনয় করেন। অভিনেত্রীর মায়ের চরিত্রের অভিনয় যেনো বাস্তবিক রূপ দেয়। সাবলীল অভিনয়ের জন্য এর আগে মুম্বাই থেকেও ডাক পেয়েছিলেন অপা। বর্তমানে, দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে এলোমেলো করে পরা শাড়ি, হালকা করে বাধা খোঁপা সঙ্গে কপালে বড়ো টিপ। পাশে দাঁড়িয়ে থাকে একটা ছোট্টো মেয়েকে আদর করেছে। দেখে মনে হবে মা-মেয়ের এমন ভালোবাসার মেলবন্ধন খুব কমই দেখা যায়।
ফ্লোরে জোরকদমে চলছে লাইট-ক্যামেরা-অ্যাকশনের কাজ, শুরু হয়ে গিয়েছে শুটিং। অপাকে শেষ ‘জল থৈ থৈ ভালোবাসা’র মধ্য দিয়ে ছোটপর্দায় দেখা গিয়েছিল। অভিনেত্রীর এই লুক দেখে অধিকাংশ দর্শকেরাই বেশ আনন্দিত। উদগ্রীব হয়ে রয়েছেন কবে থেকে আবার দেখতে পাওয়া যাবে। রোজকার সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে উঠবেন অভিনেত্রী। অভিনয় ছাড়াও সুযোগ পেলে টিভির পর্দায় তিনি সঞ্চালিকা হিসাবে কাজও করে থাকেন।
কিন্তু, খোঁজ নিয়ে জানতে পারা গেল শুরু হয়েছে সিনেমার শুটিং। তবে, ছবির পরিচালনায় থাকছে না টলিউডের উল্লেখযোগ্য জুটি শিবু-নন্দিতা। পরিচালক নন্দিতার কথায়, “অপরাজিতার বদল হয় না। না অভিনয়ে না ব্যবহারে। ও আমাদের পরিবারের এক জন। যখনই মুখোমুখি, মনে হয়, গত কালই কথা হল আমাদের। এই রসায়ন ক্যামেরার সামনেও তাই ধরা পড়ে।” ছবিতে দেখা যাবে মা-মেয়ের এক মিষ্টি গল্প।
উইন্ডোস প্রোডাকশানের এই আগামী সিনেমার নাম ‘ফাটাফাটি’। মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে অপরাজিতাকে। শিবু-নন্দিতার ভারী পছন্দের অভিনেত্রী অপা। এই সিনেমার প্রতি তাই এতো আগ্রহী শিবপ্রসাদ এবং নন্দিতা। এই প্রসঙ্গে পরিচালক নন্দিতা বলে ওঠেন, “এ রকম কোনও ব্যাপারই না। কয়েকটা জিনিস এ ক্ষেত্রে বুঝতে হবে। এক, অপরাজিতার সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। ফলে, ফাঁক ভরানোর কোনও চেষ্টাও নেই। দুই, ‘ফাটাফাটি’ ছবিটি আমাদের প্রযোজনা। পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায়। তাই কাকে নেবে, কাকে নেবে না— সেটা সম্পূর্ণ পরিচালকের ব্যাপার। আমরা পরিচালকদের সেই স্বাধীনতা দিই।”
আরও পড়ুনঃ ‘প্রিয়তমা বলে ডাকলে ভালো লাগে, ওটা ব্যাগেজ নয়’-অকপট ‘কিশোরী’র ইধিকা
এই জুটির ডাক কোনোদিনও ফেরাতে পারেননি অপরাজিতা। এই কথা তুলতেই অভিনেত্রী বলেন, “নইলে শিব ছাড়বে? অনুরোধের পর অনুরোধ জানাবেন দিদি, শিবপ্রসাদ।” অভিনেত্রীর থেকে আরও জানা গিয়েছে, সদ্য শেষ হয়েছে ‘দূর্গা’র শুটিং। আবার, কয়েকদিনের জন্য যাবেন বানসারা। সব মিলিয়ে বেজায় খুশি এবং ব্যস্ত সকলের প্রিয় অপরাজিতা।