জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘প্রিয়তমা বলে ডাকলে ভালো লাগে, ওটা ব্যাগেজ নয়’-অকপট ‘কিশোরী’র ইধিকা

ইধিকা পাল (Idhika Paul), বাংলা সিনেমা জগতের নতুন মুখ। এই অভিনেত্রী ছোট পর্দা থেকে পথ চলা শুরু। রিমলী সিরিয়ালের হাত ধরে অভিনেত্রী অভিনয় যাত্রা শুরু হলেও বর্তমানে তার ব্যাপ্তি ছড়িয়েছে প্রতিবেশী দেশেও। গত বছরের শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে প্রথম বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। এই সময়ে, টলিউড (Tollywood) জগতে অভিনেত্রীর নাম বেশ চর্চিত। দর্শকদের থেকে প্রচুর প্রশংসাও পাচ্ছেন।

সবেমাত্র দুদিন হল রিলিজ করেছে দেব ও যীশু অভিনীত ‘খাদান’। বর্তমানে, দেবের কিশোরীতে মজে সকল দেব ভক্ত। আর সেই কিশোরীই হলেন ‘পিলু’খ্যাত ইধিকা পাল। এই মুহূর্তে অভিনেত্রী ইধিকার সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে ছোটোবেলার স্মৃতি থেকে শুরু করে বড়ো অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন।

Idhika Paul, Priyotoma, Bangladesh Film Industry, Tollywood, khadan, ইধিকা, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, টলিউড, প্রিয়তমা, খাদান

অভিনয় শুরুর দিকে অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করলে অভিনেত্রী বলেন, প্রথম শুটিং ফ্লোরের স্মৃতির কথা বলেন। ছিল না কোনো ধারণা ফ্লোরে কাজ হয় কীভাবে? লাইট ক্যামেরা সম্পর্কে কোন ধারণাই ছিল না তাঁর। দুই দেশের সুপারস্টারের সঙ্গে কাজ করে কি পার্থক্য বুঝতে পারেন অভিনেত্রী এই প্রশ্ন জিজ্ঞাসা করার বললেন, শাকিব খান একটু ইন্ট্রোভাট আর দেবদা ভিশন হাসি-ঠাট্টা হইহুল্লোড় করেন। অভিনেত্রী তার প্রিয়তমা সিনেমার অভিজ্ঞতা শেয়ার করে বললেন, “আমায় যখন কেউ প্রিয়তমা বলে ডাকে আমার খুব ভালো লাগে”।

ইন্ডাস্ট্রিতে তিনি যদি কারো প্রিয়তমা হওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই শাহরুখ খানের স্বাধীন এই নিয়ে কোনো সন্দেহ নেই। বড়ো পর্দায় অভিনয় করার পর ছোটো পর্দায় পুনরায় ফেরা নিয়ে জিজ্ঞাসা করায় ইধিকা বলেন, ‘সিরিয়াল আমায় অভিনয় করার সুযোগ দিয়েছে, কিন্তু যবে থেকে অভিনেত্রী এই ইন্ডাস্ট্রিতে এসেছে তবে থেকেই তার স্বপ্ন ছিল সিনেমা করার। এখন সেই স্বপ্ন উপভোগ করছি।’ আবার এও বলেন অভিনেত্রী না হলে পাইলট হতেন। কথায় কথায় অভিনেত্রী জানান, এখনও তিনি সিঙ্গেল। পুরো ইন্টারভিউ জুড়ে অভিনেত্রী ভীষণ সাবলীলভাবে উত্তর দিয়ে মন জিতে নিয়েছেন দর্শকদের।

Tolly Tales