জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাবা-মায়ের উপযুক্ত ছেলে, মাত্র ১১ বছর বয়সে বিরাট সাফল্য পেল সহজ, ছেলের সাফল্যে গর্বিত রাহুল-প্রিয়াঙ্কা!

‘বাতাসে গুনগুন, এসেছে ফাল্গুন।..”- আজও বাংলা সিনেমা প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গান। যা কিনা শুনলেই মনে জাগবে প্রেমের ভাব। এক সময়ে যাদের এই গান মাতিয়ে তুলেছিল বাংলার প্রেমিক-প্রেমিকাদের তাঁরা হলেন রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। রাজ চক্রবর্তীর পরিচালনায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পেয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এর মত সুপারহিট সিনেমা। এই সিনেমার শুটিং চলাকালীনই অভিনেতা অভিনেত্রীর মধ্যে প্রেম হয় এবং পরবর্তীকালে যা বিয়েতে পরিণতি পায়।

এই সিনেমার পর থেকেই মূলত, অভিনেতা-অভিনেত্রীকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে বেশ কয়েক বছর হল এই জুটি বিয়ের নানা ঝামেলার কারণে আলাদা থাকেন। এমনকি, শোনা গেছে পরবর্তীকালে দুজনের জীবনেই আলাদা মানুষ এলেও সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। কিন্তু আলাদা থাকলেও সন্তানের জন্য যোগাযোগ রয়েছে রাহুল- প্রিয়াঙ্কার। ছেলের নাম সহজ, বয়স মাত্র ১১।

আলাদা থাকলেও সম্পর্কের মধ্যে রয়েছে সহজাত ব্যবহার। সহজকে অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া গেছে বাবা- মায়ের সঙ্গে সময় কাটাতে। তবে এখন ছেলের গর্বে গর্বিত রাহুল-প্রিয়াঙ্কা। হেলে মাত্র ১১ বছর বয়সেই বই লিখে নজর কেড়েছেন চেনা পরিচিত সকলেরই। বইয়ের নাম দ্য এনচ্যান্টেট গিটার’। এই খবর পাওয়া মাত্রই স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় জানান দেয় অভিনেত্রী।

সহজের লেখা এই প্রথম বই হাতে নিয়ে বেশ কয়েকটি ছবি তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। এই পোস্ট দেখে অনেক অনুরাগীরাই প্রশংসা করেছে সহজের। সকল স্টার কিডদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন রাহুল পুত্র সহজ।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page