বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে বিভিন্ন সিরিয়ালের চলতে থাকে নানা অবাক করা মোড় ঘোরানো পর্ব। এরই মধ্যে জি বাংলায় (Zee Bangla) ‘মিত্তির বাড়ি’ (Mittir Bari) নামে বেশ কিছুদিন হল শুরু হয়েছে এই সিরিয়াল। এর মধ্যেই বাঙালি দর্শকদের মন কেড়ে নিয়েছে এই মেগা। ভেঙে যাওয়া পরিবারকে পুনরায় জোড়া লাগানোর গল্পই বলতে চায় এই ধারাবাহিক। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায় অভিনেতা আদৃত রয় এবং অভিনেত্রী পারিজাত চৌধুরীকে।
বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছিল এই বাড়ির নাতিকে তাঁর বাবা না জানিয়েই এনগেজমেন্ট দিয়ে দিচ্ছিল বন্ধুর মেয়ে সঞ্জনার সঙ্গে। কিন্তু সেই মুহূর্তে আচমকা সেই পার্টিতে জোনাকি হাজির হয়ে ভেস্তে যায় রিং সেরমনি। পরবর্তীকালে বিজয় রেগে যায় নায়কের বাবা। মিত্তির বাড়ি থেকে বের করে দিতে চায় আশ্রিতকে অর্থাৎ জোনাকিকে। এই দৃশ্য দেখে জোনাকির হাত ধরে আটকায় ধ্রুব অর্থাৎ আদৃত।
কিন্তু এই মুহূর্তে আবারও সিরিয়াল নির্মাতাদের কাছ থেকে মুক্তি পেয়েছে নতুন প্রমো। সেই প্রমোতে আচমকাই দেখতে পাওয়া যাচ্ছে, ধ্রুবর ঠাকুমা অর্থাৎ মিত্তির বাড়ির কর্তৃ জোনাকিকে টানতে টানতে নিয়ে এসেছে ভগবানের সামনে এবং জোনাকির উদ্দেশ্যে বলেন, “ভগবান যখন চান না মিত্তির বাড়িতে তোর ঠাঁই হোক, তাহলে ঠাকুরই বলে দিক তুই কোথায় থাকবি?”। এমন সময় ধ্রুব বলে উঠল, ” জোনাকি বিশ্বাস এই মিত্তির বাড়িতেই থাকবে।”
আরও পড়ুনঃ টেস্টি টামি রহস্যে জড়ালো আদি-আনন্দী! সুমনা-সুপায়নের নতুন চাল ফাঁস হবে এবার?
অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে ঠাম্মি তার নাতিকে জিজ্ঞাসা করে ওঠে, “কোন পরিচয়?”। নাতি অর্থাৎ ধ্রুব বলে, “আমার স্ত্রীয়ের পরিচয় থাকবে। দাদু যাকে বিশ্বাস করে, আমিও তাকে বিশ্বাস করি। এই বিশ্বাস রাখবে তো জোনাকি বিশ্বাস?” হঠকারীতার সিদ্ধান্তে এমনটাই প্রশ্ন করে বসে মিত্তির বাড়ির নাতি। এই বলে সিঁদুর পড়াতে গিয়ে জোনাকি হাত ধরে আটকে বলে, “দাঁড়ান। আমার কিছু বলার আছে”। এই প্রমো দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে, দর্শকদের মনে একটাই প্রশ্ন আগামী দিনে কী হতে চলেছে ‘মিত্তির বাড়ি’তে?