দীপান্বিতা রক্ষিত ওরফে খুকুমণি দাস, এক সময়ের টেলিভিশন জগতের অতি জনপ্রিয় মুখ। অভিনেত্রীকে দেখা গেছিলো স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ নামক সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এই অভিনেত্রীর ‘সাঁঝবাতি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর হল অভিনেত্রী অভিনয় জগত থেকে দূরে রয়েছেন।
বর্তমানে জানতে পারা যাচ্ছে, এই অভিনেত্রীকে দেখা যাবে আগামী দিনে ওটিটি জগতে। দীপান্বিতা অভিনীত সিরিজের নাম ‘মরীচিকা’। এই গল্পটি মূলত পাহাড়ের জঙ্গলে পড়ে থাকা মৃত দেহের রহস্যের বৃত্তান্ত নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। মরীচিকাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে জয় সেনগুপ্ত এবং দীপান্বিতা রক্ষিতকে। এখানে একজন প্রফেসরের চরিত্র দেখতে পাওয়া যাবে জয়কে কিন্তু অভিনেত্রীকে ঠিক কোন চরিত্রে দেখতে পাওয়া যাবে তা এখনও সঠিকভাবে জানা যায়নি।
এই সিরিজের মাধ্যমে অভিনেত্রীর প্রতিটি জগতে প্রথম হবে আত্মপ্রকাশ। বলাই বাহুল্য, ‘খুকুমণি হোম ডেলিভারি’র মাধ্যমে অভিনেত্রী দর্শকদের নজর কাড়েন। এই ওয়েব সিরিজের প্রযোজনা দায়িত্বে রয়েছেন রোড এন্টারটেইনমেন্ট-এর সুমন গুহ। প্রথমবার সিরিজে অভিনয় করার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী দীপান্বিতা বললেন, “এটি আমার প্রথম ওয়েব সিরিজ, এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি এই গুরুত্বপূর্ণ ওয়েব ডেবিউ আত্মপ্রকাশের যাত্রাটি ‘ক্লিক’-এর সাথে করতে পেরেছি। আমি তাদের সম্পর্কে অনেক কিছু শুনেছি, এবং এখন ক্লিক পরিবারের একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। আমার সহ-অভিনেতারা দারুণ ছিলেন, এবং শুটিং সেটে সকলের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল।”
আরও পড়ুনঃ টলিউডের নায়িকার প্রাক্তন স্বামীর সঙ্গে প্রেম জমে ক্ষীর সৌরসেনীর! কম্বলের নিচে যুগলের ফটো পোস্ট ইনস্টাগ্রামে, কিন্তু সঙ্গী কে?
জয় এবং দীপান্বিতা ছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে জিত সুন্দর চক্রবর্তী, সুব্রত গুহ রায় এবং অনুজা রায়কে। মরীচিকাতে একজন পুলিশ অফিসারের চরিত্র দেখতে পাওয়া যাবে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে। এই সিরিজ প্রসঙ্গে ক্লিক-এর কর্ণধার নীরজ তাঁতিয়া বলেছেন, “থ্রিলার সবসময়ই আমাদের বেশ কয়েকটি সিরিজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। উত্তেজনাপূর্ণ থ্রিলারের একটি শক্তিশালী চিত্রনাট্যের মতো দর্শকদের আর কিছুই বেশি মুগ্ধ করে না। প্রতিটি গল্পের মাধ্যমে আমরা প্রযোজনা এবং গল্প বলার ধরণকে আলাদা ভাবে তৈরি করেছি। সাধারণ ইনডোর থ্রিলার থেকে বেরিয়ে গল্পগুলিকে একটি নতুন ক্যানভাসে নিয়ে গিয়েছি।”