জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আদি-আনন্দীর নতুন সংকট! তিতিরের আ’ত্মহননের চেষ্টা নিয়ে বাড়ছে রহস্য

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) এখন জমজমাট মোড়ে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে এই ধারাবাহিক। গল্পের নতুন মোড়ে আদির মনে সন্দেহ দেখা দিয়েছে টেস্টি টামি নিয়ে। গত পর্বে দেখা গেছে, আনন্দী ও বাচ্চারা তাড়াতাড়ি রান্না শেষ করতে গিয়ে সমস্যায় পড়ে। ঠিক তখনই আদি রান্নাঘরে এসে জানায়, খাবারের স্বাদেই সে বুঝে গেছে এটি তার মায়ের হাতের রান্না। মিথ্যে বলে কাজ করা উচিত হয়নি বলে আদি জানায়। অন্যদিকে, নার্সিংহোমে সুমনাকে জেরা করতে গেলে সুপায়নকে আটকাতে সেখানে পৌঁছায় আদি। সুমনাকে বাঁচিয়ে আদি পরিস্থিতি সামাল দেয়।

আনন্দী আজকের পর্ব ২৫ ডিসেম্বর (Anondi Today Episode 25 December)

আজকের পর্বে দেখা যাবে, আদি সুমনাকে বাঁচানোর পর আনন্দী খুব খুশি হয়। আনন্দী তাকে ধন্যবাদ জানায়। বাড়িতে ফিরে সবাই মিলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলে আদি এসে তাদের সাবধান করে। আদির সন্দেহ হলেও সে নিশ্চিত নয়, বাড়ির সবাই জানলে পরিস্থিতি আরও জটিল হবে কি না। ঠিক সেই মুহূর্তে আদির ফোনে একটি খবর আসে। সে জানায় তিতির আত্মহত্যার চেষ্টা করেছে এবং বর্তমানে মেডিনেস নার্সিংহোমে ভর্তি রয়েছে। আদি দ্রুত নার্সিংহোমে পৌঁছায়, যদিও আনন্দী তার সঙ্গে যেতে চেয়েছিল।

Anondi Today Episode 24 December

নার্সিংহোমে পৌঁছে আদি তিতিরকে দেখতে পায়। ডাক্তারের থেকে সে জানতে পারে তিতিরের অবস্থা এখন অনেকটাই ভালো। তিতিরের সঙ্গে কথা বলে আদি তার এমন সিদ্ধান্তের কারণ জানতে চায়, কিন্তু তিতির কোনো উত্তর দেয় না। অন্যদিকে, আনন্দীর মধ্যে সন্দেহ তৈরি হয়। বিজয়া ও ঠাম্মি জানায়, তিতির আদৌ আত্মহত্যা করেছে কি না, তা স্পষ্ট নয়। তিতির আদিকে ফাঁসানোর জন্য এ ধরনের পরিকল্পনা করতে পারে বলেও তারা সন্দেহ প্রকাশ করে।

এদিকে, আনন্দী নার্সিংহোমে গিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তিতির আদিকে তার অবস্থা জন্য দায়ী করে, কিন্তু আদি বোঝাতে চাইলেও তিতির কোনো কথাই শোনে না। আনন্দী কেবিনের বাইরে দাঁড়িয়ে সব কথা শোনার পর কিছুটা নিশ্চিন্ত হয়। ঠিক তখনই তিতির আনন্দীকে দেখে চিৎকার শুরু করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন নার্সিংহোম থেকে বেরোনোর সময় আদির সঙ্গে আনন্দীর দেখা হয়।

বাড়ি ফিরে আদি আনন্দীকে প্রশ্ন করে কেন সে নার্সিংহোমে গিয়েছিল। আনন্দী তাকে বোঝানোর চেষ্টা করলেও আদি তা বুঝতে চায় না। দু’জনের মধ্যে তিক্ততার সুর ক্রমশ বাড়তে থাকে। গল্পের এই মোড়ে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, পরবর্তী পর্বে আদি-আনন্দীর সম্পর্ক কোন দিকে মোড় নেয় এবং তিতির সত্যিই আত্মহত্যা করতে চেয়েছিল কিনা।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।