জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

খ্যাতির বিড়ম্বনা! সব হারিয়ে অত্যন্ত দুরবস্থায় ‘কাঁচা বাদাম’ কাকু, অর্থ কষ্টে জেরবার সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার (Social Media) দুনিয়ায় ভাইরাল হওয়া মানে একজন প্রায় তারকার সমান খ্যাতি অর্জন করা যায়। আকচার এই ধরনের দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় চারিদিকে। ভাইরাল হওয়ার জেরেই কৃষ্ণনগরের রানু মন্ডল পাড়ি দেয় সুদূর মুম্বাইয়ে, তাও আবার সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজও করেন। এছাড়াও ট্রেন্ডিংয়ে (Trending) ভাইরালে রয়েছে রাজুদার পরোটা, উজ্জ্বলদার বিরিয়ানি আরও অনেকে।

সাধারণ মানুষ থেকে রাতারাতি তারকাসম প্রাধান্য পাওয়ার জন্যই আজ অনেক ভাইরাল মানুষই জনসাধারণের মধ্যে হারিয়ে গেছে। এমনই এক মানুষ বছর দুয়েক আগে ভাইরাল হয়ে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল সারা বিশ্বব্যাপী। শিল্পী ভুবন বাদ্যকার ছিলেন বাদাম বিক্রেতা, ছড়া কেটে গান গেয়ে বিক্রি করতেন বাদাম। আর তাঁর এই বাদাম বিক্রির ধরনের ভিডিও কেউ রেকর্ড করে আপলোড করে সোশ্যাল মিডিয়ায়। ফলত, হয় যান এক তুরিতেই ভাইরাল। তারপর তৈরীও করেন গান, ‘কাঁচা বাদাম’ এক সময়ের অতি জনপ্রিয় গান।

kancha badam kaku

ভাইরাল হওয়া এই ব্যক্তি একসময় গান থেকে লাখ লাখ টাকা আয় করতেন। কপালের জোরে সাক্ষাতও হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নামিদামি ব্যক্তিদের সঙ্গে। তৈরি করেছিলেন অট্টালিকা। হাতে ছিল দামি ফোন সঙ্গে ছিল দামি গাড়ি। শোনা গিয়েছে, ছেড়ে ছিলেন পুরোনো আয় করার রাস্তা। কিন্তু এখন কি হল সেই ভুবন বাদ্যকারের? কেমনই বা আছেন তিনি?

খোঁজ নিয়ে জানা গেলো, বর্তমানে হাল তাঁর বড়ই বেহাল। সমস্যা নিয়ে ভুগছেন ভুবন বাদ্যকার। এক সময় তার গানে কপিরাইটের অভিযোগ তো তুলে নিয়েছিলেনই। ছেড়ে দিয়েছেন লাখ টাকার রাজপ্রাসাদ। জীবন একসময় গাড়ি কিনেছিলেন সেই ভুবনের জীবনে অন্ধকার নেমে আসে আচমকাই। হারিয়ে গেছেন মানুষের ভীড়ে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page