২০২৪ শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা তখনও বাকি ছিল। নতুন বছরের (New year) উন্মাদনা যেন সবার মনকে উজ্জ্বল করে তুলছে। তবে বছরের এই শেষ দিনগুলো শুধু আনন্দ নয়, খানিকটা স্মৃতিমেদুরও করে তোলে। আমরা কী পেলাম, কী হারালাম, কে কাছের হল, আর কে দূরে সরে গেল—এসব ভাবতেই সময়টা অন্যরকম হয়ে ওঠে। একদিকে নতুন স্বপ্নের হাতছানি, অন্যদিকে কিছু পুরনো সম্পর্কের স্মৃতি যেন চাপা ক্ষতের মতো ফিরে ফিরে আসে। এমনই এক দিন, যখন ব্যক্তিগত জীবনের ওঠাপড়া আর পেশাদার জীবনের সাফল্য-ব্যর্থতা মিলেমিশে এক গভীর গল্প তৈরি করে।
বছরের শেষ দিনে বিতর্ক সৃষ্টি হল অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে (soumitrisha Kundoo) ঘিরে। ছোট পর্দা থেকে উঠে আসা সৌমিতৃষা কুণ্ডু আজ এক জনপ্রিয় নাম। সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘কালরাত্রি’ তাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। সিরিজটি সমালোচক ও দর্শক মহলে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, মিঠাই-খ্যাত অভিনেত্রী দেবের সঙ্গে তার প্রথম ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনি ইন্ডাস্ট্রির বড় পরিচালকদের নজরে এনেছে তাকে।
তবে সাফল্যের সঙ্গে সঙ্গে সৌমিতৃষার ব্যক্তিগত জীবনের বিতর্কও বেড়েছে। শোনা যায়, সাফল্যের সাথেই তার ঘ্যাম বাড়ছে। বন্ধুত্বে চির ধরার অভিযোগও নতুন নয়। এই বছর ফ্রেন্ডশিপ ডে’তে সায়ক চক্রবর্তীর একটি পোস্ট যেন সেই গুঞ্জনে সিলমোহর দেয়। পোস্টে তিনি কটাক্ষ করে লেখেন, ‘কলকাতার টপ হিরোইন আনফলো করলো নাকি রে।’ যদিও কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তবুও সৌমিতৃষাকেই ইঙ্গিত করেছেন তা স্পষ্ট।
আজ, বছরের শেষ দিনে, সায়ক ফেসবুক লাইভে এসে এই বিষয়টি আরও স্পষ্ট করেন। লাইভে তিনি এই বছরের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এবং জানান, তিনি বন্ধু শব্দটি থেকে বিশ্বাস হারিয়েছেন। যদিও সরাসরি নাম নেননি, তবু তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল সৌমিতৃষার দিকে। লাইভে তিনি আরও বলেন, ‘বড় হতে গেলে পুরনো সম্পর্কগুলো ভুলে যাওয়ার একটা ট্রেন্ড শুরু হয়েছে।’ তার এই বক্তব্যে বিতর্কের ঝড় উঠেছে।
আরও পড়ুনঃ জবর খবর! ছোট পর্দায় ফিরছেন জি বাংলার দারুণ জনপ্রিয় নায়ক, নাম জানলে চমকাবেন আপনারাও
সৌমিতৃষার ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, বড় পর্দায় পা রাখার পর থেকেই তিনি নিজের পুরনো বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। এই নিয়ে আগেও তার সমালোচনা হয়েছে। ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, সাফল্যের শীর্ষে থাকা সৌমিতৃষা নিজের অহংকারের কারণে সম্পর্ক নষ্ট করছেন। এখন দেখার, বছরের শুরুতে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।