জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জবর খবর! ছোট পর্দায় ফিরছেন জি বাংলার দারুণ জনপ্রিয় নায়ক, নাম জানলে চমকাবেন আপনারাও

এই মুহূর্তের সবথেকে বড় খবর সান বাংলার ব্লুজ প্রোডাকশনের নতুন সিরিয়ালের নায়ক নির্বাচন করা হয়ে গেছে। কিছুদিন আগে জানতে পারা গিয়েছিল, সান বাংলায় (Sun Bangla) আসতে চলেছে পরপর তিনটি আলাদা প্রোডাকশন হাউজের সিরিয়াল। প্রথমে আসবে ব্লুজ প্রোডাকশন এবং পরে আসবে সুরিন্দর ফিল্মস, চিত্রায়ণী প্রোডাকশন হাউসের সিরিয়াল।

স্টুডিও পাড়া সূত্রে খবর, ব্লুজ প্রোডাকশনের নতুন সিরিয়ালে নায়কের জন্য নির্বাচন করা হয়েছে সকলের প্রিয় এই অভিনেতা। এই অভিনেতাকে এর আগে দেখা গিয়েছে স্টার জলসার ‘কে আপন কে পর’, ‘আয় তবে সহচরী’ এবং কালার্স বাংলার ‘নায়িকা No.1’- এ দেখা গিয়েছে। কালার্স বাংলা সিরিয়াল শেষ হওয়ার কিছু মাসের মধ্যেই আবারও ছোট পর্দায় ফিরতে চলেছে এই অভিনেতা। তবে এই সিরিয়ালে অভিনেতার বিপরীতে কোন নায়িকাকে দেখতে পাওয়া যাবে কিংবা ধারাবাহিকের কি নাম তা এখনো কোনো কিছুই দর্শকদের প্রকাশ্যে আসেনি।

নতুন ধারাবাহিকের হিরোর ভূমিকায় দেখতে পাওয়া যাবে ইন্দ্রনীল মুখার্জীকে। এই অভিনেতা ২০১২ সালের ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর অভিনেতার প্রথম সিরিয়াল ছিল স্টার জলসার ‘কে আপন কে পর’, যে চরিত্র কিনা দর্শকদের মনে আলাদা স্থান পেয়েছিল। অভিনয় জগতের আসার পর থেকে ইন্দ্রনীলকে নিয়ে নানান ধরনের সমালোচনা চলতেই।

indranil mukherjee

তবে সেইসব বিষয় নিয়ে অভিনেতা কোন কিছুই মন্তব্য করেননি। বরং তাকে প্রেম সংক্রান্ত সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে জোর গলায় বলেছেন তিনি সিঙ্গেল। খুব একটা বেশিদিন হয়নি ইন্দ্রনীল এই অভিনয় জগতে, এর মধ্যেই হয়ে উঠেছে বড় রকমের অনুরাগীদের সংখ্যা। সূত্র মারফত জানা গেছে, অভিনেতা এখন ব্যস্ত আগামী দিনের নতুন প্রজেক্ট নিয়ে। প্রসঙ্গত বলা বাহুল্য, ইন্দ্রনীলকে আবারও টিভির পর্দায় দর্শকেরা দেখতে পাবে বলে যথেষ্ট আগ্রহী।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।