জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘তোমাকে ভালোবেসে’ থেকে বিদায় নিলেন রাহুল, কে হতে চলেছে দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিকের নায়ক?

ফিরছে রানী রাসমণি, কিন্তু একেবারে নতুন রূপে অর্থাৎ টেলিভিশন (Television) জগৎ থেকে টানা বিরতির পর অবশেষে ছোট পর্দায় আসতে চলেছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। দিতিপ্রিয়া মূলত বাংলার দর্শকদের কাছে ‘রাসমণি’ নামেই পরিচিত। একসময়ের রানী রাসমণি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া গেছে দিতিপ্রিয়াকে।

অভিনেত্রীর ২০০৮ সালে স্টার জলসার ‘দূর্গা’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু হয়। এরপর একে একে বহু ধারাবাহিকে দেখা গেছে দিতিপ্রিয়াকে। মূলত রানী রাসমণি সিরিয়াল থেকেই জনপ্রিয়তা বাড়ে এই অভিনেত্রী। অভিনয় পারদর্শী হওয়ার দরুন বড় পর্দা এমনকি ওটিটি জগতেও দিতিপ্রিয়াকে দেখা গিয়েছে। ২০১৪ সালে ‘বিয়ে নট আউট’ সিনেমা এবং ২০২১ সালে ‘রুদ্রবীণার অভিশাপ’ সিরিজের মাধ্যমে বড়পর্দায় ও ওটিটি জগতে আত্মপ্রকাশ করেন।

বর্তমানে জানতে পারা যাচ্ছে দিতিপ্রিয়াকে আসতে চলেছে ছোট পর্দায়। ইতিমধ্যেই সেই সিরিয়ালের প্রমো দেখা গিয়েছে জি বাংলায়। সিরিয়ালের নাম ‘তোমাকে ভালোবেসে’। এই খবর জানতে পেরে বেজায় খুশি হয়েছিল মেগার দর্শকেরা। ‘এসভিএফ’-এর হাত ধরে রাণী রাসমণির পর ‘তোমাকে ভালোবেসে’ নিয়ে ফিরছেন দিতিপ্রিয়া, এ যেন ঘরের ফেরার মতো অনুভূতি। নতুন মেগার প্রমোতে দেখা যাচ্ছে, গল্পের নায়িকা গ্রামের পথ দিয়ে বন্ধুদের সঙ্গে জোরে সাইকেল চালিয়ে দূর আকাশের হেলিকপ্টারকে ধরতে যাচ্ছে।

সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে এই সিরিয়ালে নায়িকা নির্বাচন না হয়ে থাকলেও নায়কের ভূমিকায় নির্বাচন করা হয়েছিল রাহুল মজুমদারকে। কিন্তু এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে, অভিনেতা তার নিজের ইচ্ছায় শুটিং শুরুর আগেই ছেড়ে দিচ্ছে সিরিয়াল। অভিনেতাকে জিজ্ঞাসা করায় বলেন, তাঁর আগের চ্যানেল থেকে তাঁকে এখনও ছাড়া হয়নি। অভিনেতা আরও জানান, তাঁর এখন সমস্ত ফোকাস রয়েছে সেলিব্রিটি ক্রিকেট লীগে, যে খেলায় গত বছর জিতেছিল টলিউড। এই খবর পাওয়া মাত্রই, দর্শকদের মনে একটাই প্রশ্ন রাহুল নায়কের চরিত্রে অভিনয় না করলে দিতিপ্রিয়ার বিপরীতে কাকে দেখতে পাওয়া যাবে?

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page