জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Veseche)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ও অভিনেতা রণজয় বিষ্ণুর অভিনয় দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে ট্রেন্ডিং এই ধারাবাহিক। দর্শকদের মন জয় করতে এবার জমজমাট পর্ব নিয়ে হাজির ‘কোন গোপনে মন ভেসেছে’।
অনন্যাকে বাঁচাতে এবার দন্ডি কাটবে শ্যামলী!
জি বাংলার এই ধারাবাহিকে প্রথম থেকেই দেখা গিয়েছে এক ঘোরালো পরিস্থিতিতে শ্যামলী আর অনিকেতের বিয়ে হয়েছে। প্রথম থেকেই নিজের স্ত্রী হিসেবে শ্যামলীকে মানতে পারেনি অনিকেত। জোড়াবাড়ির সদস্যদের সঙ্গেও লড়াই করতে হয়েছে শ্যামলীকে। ছাপোষা সাদাসিধে গ্রামের মেয়েটা শহুরে পরিস্থিতির সঙ্গে লড়তে লড়তে অনেক বেশি কঠোর হয়ে উঠেছে। তবে নিজের দায়িত্ব সে ভোলিনি।
অনিকেত ও শ্যামলীর জীবনে বারবার হাজার রকমের বাধা এসেছে। কখনো পরিবার তো কখনো বিশ্বাসের টানাপোড়েন। আবার কখনও অনিকেতের প্রাক্তন প্রেমিকা এসে দাঁড়িয়েছে পাঁচিল হয়ে। তবে সমস্ত পরিস্থিতির সঙ্গেই মুখে হাসি রেখে লড়াই করেছে শ্যামলী। সকলের মন জয় করতে তাঁর জুড়ি মেলা ভার। তবে এবার ধারাবাহিকের পর্দায় দেখা যাবে জমজমাট পর্ব। অনন্যাকে বাঁচাতে দন্ডি কাটবে শ্যামলী।
ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে, শিব মন্দিরের পুরোহিত অনন্যাকে দণ্ডি কাটতে বলে। আর সেই কথা শুনে অনন্যা দণ্ডি কাটতে রাজি হয়। কিন্তু ১১ রাউন্ডের দন্ডির শুরুতেই দ্বিতীয় রাউন্ডে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায় অনন্যা। অনন্যার জ্ঞান ফেরাতে চেষ্টা করতে থাকে শ্যামলী। তখন জোড়াবাড়ির সদস্যরা শ্যামলীকে দণ্ডি কাটতে বলে। সবার কথা শুনে শ্যামলী রাজি হয়ে যায়। কিন্তু শ্যামলী সত্যিই কি জ্ঞান ফেরাতে পারবে অনন্যার? উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায়।
আরও পড়ুনঃ রক্তাক্ত দীপান্বিতা ! ভয়াবহ দুর্ঘটনায় কবলে অভিনেত্রী
বর্তমানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে মেগা সিরিয়ালটি দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। ধারাবাহিকের ফলাফল যথেষ্ট ভালো। তবে টিআরপি তালিকাতে আরো ভালো ফলাফল করতে হলে জমজমাট পর্ব উপহার দিতে হবে দর্শকদের। তাই জি বাংলা কোমর বেঁধে লেগেছে। এখন দেখা যাক নতুন মোড় বদল দর্শক দের ভালো লাগে নাকি।