জনপ্রিয় টেলিভিশন (Television) ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-র গদাই ঠাকুরের চরিত্র এখনও দর্শক মনে রেখেছেন। সেই চরিত্রটির প্রাণবন্ত ও আধ্যাত্মিক অভিনয়ের জন্য অভিনেতা সৌরভ সাহা (sourav saha ) যে প্রশংসিত হয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে দীর্ঘ সময় ধরে তাকে কোথাও দেখা যায়নি, যা অনেকেই ভাবছেন, কী কারণে সৌরভ এখন ছোটপর্দা থেকে গায়েব?
‘করুণাময়ী রানী রাসমণি’-তে রামকৃষ্ণ দেবের চরিত্রে অভিনয় করা সৌরভ সাহা ছোটপর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। তাঁর অভিনয়ে ফুটে উঠেছিল রামকৃষ্ণের আধ্যাত্মিক গাম্ভীর্য ও গভীরতা, যা দর্শকদের হৃদয়ে চিরকালীন ছাপ রেখে গিয়েছে। সেই সময় একাধিক ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি, তবে হঠাৎ করেই কেন হারিয়ে গেলেন অভিনেতা সৌরভ?
একাধিক টেলিভিশন শোতে তার উপস্থিতি দর্শকদের জন্য ছিল এক দুর্লভ মুহূর্ত। যেমন, ‘ইটিভি বাংলা’র সাধক বামাক্ষ্যাপা-তে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। এছাড়া, ‘নিম ফুলের মধু’ এবং ‘ইসমার্ট জোড়ি’ শোতেও তাঁর উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এমনকি, ধারাবাহিক ‘বঁধুয়া’ তে নায়কের দাদার চরিত্রে অভিনয় করেও দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।
তবে এরপরই সৌরভ সাহার কোনো নতুন কাজের খবর শোনা যায়নি। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন তিনি কোথায় গিয়েছেন? কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনেতা বর্তমানে অভিনয় জগত থেকে বিরত রয়েছেন। যদিও একাধিক সূত্র জানিয়েছে, সৌরভ ব্যক্তিগত জীবনে কিছুটা শান্তি খুঁজতে চাইছেন। যদিও তার ফেরার ব্যাপারে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ টেলিভিশন রেটিংয়ে চমকপ্রদ পরিবর্তন! জি বাংলাকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করলো স্টার জলসা
বর্তমানে সৌরভ সাহা কোথায় এবং কী করছেন তা জানতে দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েই চলেছে। কেউ বলছেন, তিনি অভিনয় জগত থেকে বিরতি নিয়েছেন এবং নিজের জন্য কিছুটা সময় পাচ্ছেন। আবার কেউ কেউ ভাবছেন, তিনি কোনো নতুন প্রকল্পে কাজ শুরু করেছেন কিনা, সে সম্পর্কে দর্শকদের তেমন কোনও খবর মিলছে না। যতই দিন যাচ্ছে, ছোটপর্দা থেকে সৌরভ সাহার অপ্রত্যাশিত নিখোঁজ থাকার বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠছে।