জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কম টিআরপির জের! বন্ধের মুখে ‘মালাবদল’?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মালাবদল’ (Malabodol) বর্তমানে টিআরপির তালিকায় নিচে চলে গেছে। তবে এমন সময়ে, যখন সিরিয়ালের ভবিষ্যত নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে, তখনই খবর আসছে নতুন সিরিয়াল আসতে চলেছে। তবে প্রশ্ন উঠছে, এই নতুন সিরিয়াল আসার সাথে সাথে কি ‘মালাবদল’কে বিদায় জানানো হবে? শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই এই সিরিয়ালটি বন্ধ হতে পারে।

তবে মেগা সিরিয়ালের অভিনেত্রীরা এরকম খবরকে একেবারেই অস্বীকার করছেন। ‘মালাবদল’-এর প্রধান চরিত্র ঋতু পাইন জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভুল। তিনি স্পষ্ট জানিয়েছেন যে সিরিয়াল বন্ধ হওয়ার কোনও পরিকল্পনা তার জানা নেই। তিনি বলেছেন, টিআরপি নিয়ে তিনি চিন্তিত নন, কারণ প্রতিদিনই তারা নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করছেন। ঋতু আরও জানিয়েছেন, এখনও অনেক গল্প বাকী, এবং ফ্যানেদের চিন্তা করার কিছু নেই।

new serial of zee bangla malabodol ia out now

এদিকে, নতুন সিরিয়ালগুলির আগমন নিয়ে টেলিপাড়ায় আলোচনা চলছে। জি বাংলায় খুব শীঘ্রই আসছে দিতিপ্রিয়া ও জিতুর ‘তোমাকে ভালোবেসে’। এছাড়া দীপান্বিতা ও অয়নের নতুন সিরিয়ালও আছে যেটি প্রযোজনা করছে টেন্ট সিনেমা। এই দুই সিরিয়ালের আগমনে ‘মালাবদল’ কি বন্ধ হয়ে যাবে? সেই প্রশ্নই এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এখন, মালাবদলের টিআরপি মাত্র ২.২, যা খুবই কম। অনেকেই বলছেন, এত কম রেটিংয়ের পর সিরিয়ালটি বন্ধ হতে পারে। তবে ঋতু পাইন নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, টিআরপি নিয়ে তাদের চিন্তা করার কিছু নেই, কারণ তারা সিরিয়ালে খুবই পরিশ্রম করছেন। এখন, দর্শকরা একমাত্র অপেক্ষা করছেন, মালাবদলের শেষ পরিণতি কী হবে এবং নতুন সিরিয়াল আসলে তার প্রভাব কেমন পড়বে।

তবে কি মালাবদল বন্ধ হয়ে যাবে এবং নতুন সিরিয়াল আসবে? নাকি ঋতু পাইন ও তার টিম সিরিয়ালটি বাঁচিয়ে রাখতে পারবেন? সময়ই বলবে, তবে এখনকার পরিস্থিতি দেখলে, দর্শকরা উত্তেজনায় অপেক্ষা করছেন।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।