জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দিদির উড়ন্ত সিঁদুরে বিয়ে, বোন বনির উড়ন্ত গায়ে হলুদ! গাঁটছড়ার দৃশ্য দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা, ‘একটা বিয়েও কি এদের স্বাভাবিকভাবে হয় না?’, প্রশ্ন সকলের

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল গাঁটছড়া। ধারাবাহিকে তিন জোড়া নায়ক নায়িকা, তবে এখন যেন ধারাবাহিকটা জমছে না। আসলে ঋদ্ধিমান বহুদিন হয়ে গেল ধারাবাহিককে নেই তিনি এখন বাস্তব জীবনে ছুটি কাটাচ্ছেন নিউইয়র্কে। আমেরিকায় গিয়েছিলেন তিনি বউয়ের সঙ্গে সেখানে কিছু সিনেমার সংক্রান্ত কাজ ছিল দেবলীনার। সেজন্যে গৌরব চ্যাটার্জি এখন বিদেশে রয়েছে আর ধারাবাহিকেও দেখানো হয়েছে ব্যবসার কাজে গৌরব বাইরে গেছে।তাই গাঁটছড়ার টিআরপি অনেকটাই পড়েছে।

তবে এর মধ্যে আমরা দেখতে পাবো বনি আর কুনালের বিয়ে হবে আর সেটা মন্দির থেকে দিয়ে নিয়ে চলে আসবে খড়ি নিজে। এর মধ্যেই আমরা আভাস পেয়েছি যে বনির সঙ্গে কুণালের বিয়ে হতে চলেছে।যদিও আমরা আগে থেকেই এটা জানতাম তার কারণ তিন ভাইয়ের সঙ্গে তিন বোনের বিয়ে হবে সেটা তো গাঁটছড়ার কভার পেজ দেখলেই বোঝা যায়। যদি ও সকলের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি।

ঋদ্ধিমান বাধ্য হয়েছিল খড়ি কে বিয়ে করতে। রাহুলকে মিথ্যা প্রেগনেন্সির ভয় দেখিয়ে বিয়ে করেছিল দ্যুতি।তবে কুণাল আর বনি একে অপরকে ভালোবাসে সেটা কিন্তু স্বীকার করতে পারছে না। বনিকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে ঠিকই কিন্তু কুণালের ফিলিংসটা বেশি।বনি তো ভালোবেসেই ফেলেছ কুনালকে কিন্তু নিজেই বুঝতে পারে না।

ইতিমধ্যেই নিজের আইবুড়ো ভাত বনিকে খাইয়ে দিয়েছে। এরপর দেখা গেল গায়ে হলুদেও খড়ির হাত থেকে ছিটকে পড়ে, বাটি থেকে হলুদ লেগে গেল বনির গায়ে। অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট।তবে নেটিজেনরা একটা সুস্থ স্বাভাবিক বিয়ে দেখতে না পেয়ে বিরক্ত বোধ করছেন।

তারা বলছেন যে আবার উড়ন্ত গায়ে হলুদ। এর আগে গৌরী এলো ধারাবাহিকে ঈশানের উড়ন্ত গায়ে হলুদ হয়েছিল। এরকম একের পর এক উড়ন্ত গায়ে হলুদ এবং উড়ন্ত সিঁদুরে বিয়ে দেখতে দেখতে বিরক্ত নেটিজেনরা‌। স্বাভাবিকভাবেই তারা বলছেন যে যখন আগে থেকেই জানা আছে কুনাল আর বনির বিয়ে হবে তাহলে সেটা ভালো করে দেখালেই হত।

Titli Bhattacharya

                 

You cannot copy content of this page