জি বাংলার ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিকের মাধ্যমে কাম ব্যাক করেছে অনামিকা চক্রবর্তী। এই মুহূর্তের টিআরপি দেওয়া সিরিয়ালের মধ্যে ‘মিঠিঝোরা’ অন্যতম। বর্তমানে দেখা যাচ্ছে, এই সিরিয়ালের কলাকুশলীরা একে অপরের সঙ্গে খুব মেজাজে আড্ডা দিচ্ছেন। অনস্ক্রিনে একে অপরের মুখ দেখতে না পারলেও,অফস্ক্রিনে তাঁদের বন্ধুত্ব এমনই যে একজন আরেকজনকে ছাড়া চলবে না।
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই সাক্ষাৎকারে উপস্থিত আছে অনির্বাণ, রাই, নীলু এবং স্রোত। বউ এবং শালীদের সঙ্গে নিয়ে বোঝাপড়া করছে সম্পর্কের নানা সমীকরণ। অনস্ক্রিন শালীদের অভিযোগ কেন তাঁর দিদিকে অবহেলা করছে? বা আদৌ তাঁদের মিলন হবে কবে? এইসব জিজ্ঞাসা করছে।
সাক্ষাৎকার চলাকালীন অভিনেতা বলে উঠে, “শান্তি চাই বলেই ক্ষমা চাইছি, কেউ যদি ক্ষমা না করে তাহলে আর কী করা যাবে?”। অনির্বাণ গীতার বউ নিয়ে জিজ্ঞাসা করাতে বলেন, “বউ বেশি ভালো এতটাও ভালো দরকার ছিল না”। অনির্বাণ এবং রাইয়ের কথোপকথনে বোঝা যাচ্ছে তাঁরা দুজনেই তাদের জায়গা থেকে ঠিক হলেও জীবনের কঠিন পরিস্থিতি তাদেরকে আলাদা করে দিয়েছে।
আরও পড়ুনঃ লোকের বাড়িতে কাজ করতেন মা, ছিল নিদারুণ অর্থ কষ্ট! ভারতী সিংয়ের জীবনের গল্প চোখে ভেজাবে আপনারও
“আগের বউকে আমি জায়গা দিয়েছি বলে আমি বেশি ভালো, অনির্বাণ জায়গা পেয়ে রিইউনিয়ান করছে সেটা বেশি ভালো নয়” দাবি রাইয়ের। অন্যদিকে দেখা যাচ্ছে, স্রোতের স্বামী অর্থাৎ সার্থক চলে যাচ্ছে বিদেশে। অবশেষে, রাই বলে ওঠে তিন বোনের জীবনের কী পরিণতি হয়েছে? দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, আগামী দিনে কী হতে চলেছে?