‘ফুলকি’ (Phulki), জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল। জীবনে নানা বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলছে রোহিত-ফুলকি। গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে হতে চায় বক্সার। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র দেখতে পাওয়া যায় দিব্যানী মন্ডল এবং অভিষেক বোস’কে। এই সিরিয়াল শুরু হওয়ার কিছু দিনের মধ্যে প্রাণবন্ত ফুলকি সকলের মনে জায়গা করে নেয়।
বর্তমানে এই ধারাবাহিকের সদ্য প্রকাশিত প্রমোতে দেখতে পাওয়া যাচ্ছে, রুদ্ররুপ পরিকল্পনা করছে জেলের ভিতর ঈশানীকে মেরে ফেলার। অন্যদিকে, ঈশানীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফুলকি সমস্ত সত্যিই জানতে পেরে যায়। এই দেখে বোঝা যায় আগামী দিনে রুদ্রর পর্দা ফাঁস হতে চলেছে।
ফুলকি এবং রোহিত ছাড়াও এই ধারাবাহিকের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র হলেন শালিনী। শালিনীর চরিত্রে অভিনয় করছে শার্লি মোদক। সিরিয়ালের শুরুর প্রায় গোড়ার দিক থেকেই শালিনী তৃতীয়ব্যক্তি রূপে ফুলকি-রোহিতের মাঝে ঢুকে পরে এবং অশান্তির সৃষ্টি করে। অন্যদিকে আবার দেখা গেছে, মুখোশধারী রুদ্র বিবাহিত হওয়া সত্ত্বেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। ঈশানি ছাড়াও শালিনীর সঙ্গে সম্পর্ক ছিল রূদ্রর।
আরও পড়ুনঃ তিতিরের ষড়যন্ত্রের জালে আটকে আদি-আনন্দী, অবশেষে হলো সত্যের জয়! আসছে বিরাট ধামাকা পর্ব
ইদানিংকালে, এই ধারাবাহিকের প্রতিটা পর্বে রুদ্রর সঙ্গে শালিনীকে তালে তাল মেলাতে দেখা গেলেও খুব একটা সক্রিয় নেই অভিনেত্রী। এই দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ফুলকি ধারাবাহিক ছাড়ছেন তিনি? সূত্রে খবর, অভিনেত্রী শার্লি মোদককে আমি যেদিন দেখতে পাওয়া যাবে ‘নিখোঁজ ২’ ওয়েব সিরিজে। শোনা যাচ্ছে, এই সিরিজে অভিনেত্রীকে উকিলের চরিত্রে দেখতে পাওয়া যাবে।