টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবার নতুন এক কনসেপ্ট নিয়ে আসছেন দর্শকদের সামনে। ‘হেমলক সোসাইটি’র ভাবধারায় তৈরি হতে চলেছে তাঁর পরবর্তী ছবি ‘কিলবিল সোসাইটি’। ইতিমধ্যেই ছবির শুটিং পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়।
শুধু প্রধান চরিত্রই নয়, ছবিতে সমান্তরাল গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে। এছাড়াও টলিপাড়ার বেশ কয়েকজন পরিচিত মুখ থাকছেন কাস্ট লিস্টে। সূত্রের খবর, বিশ্বনাথ বসু ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন।
এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। ছোটপর্দায় দাপটের সঙ্গে কাজ করার পাশাপাশি তিনি ইতিমধ্যেই বড়পর্দাতেও নিজের জায়গা করে নিয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও এটি তাঁর দ্বিতীয় কাজ। এর আগে ‘এক্স=প্রেম’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল।
এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে ‘কৃষ্ণা’ চরিত্রে দর্শকদের মন জয় করছেন অরিজিতা। ‘পর্ণা’র শাশুড়ি হিসাবে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের যাত্রা খুব শিগগিরই শেষ হতে চলেছে। প্রায় দুই বছর ধরে এই চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
এই ধারাবাহিকের সমাপ্তির সঙ্গে সঙ্গে অরিজিতা এবার বড়পর্দায় ফের নতুন রূপে হাজির হতে চলেছেন। ‘কিলবিল সোসাইটি’-তে তাঁর চরিত্র কী ধরনের হবে, তা এখনও স্পষ্ট নয়, তবে এটি যে গুরুত্বপূর্ণ ও নজরকাড়া হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিজেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন। জানা যাচ্ছে, ছবির শুটিং ফেব্রুয়ারির শুরুতেই শুরু হবে এবং এটি কলকাতা ও উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হবে।
আরও পড়ুনঃ আবারও নায়িকার চরিত্রের ‘কামব্যাক’ করছেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী!
সৃজিতের সিনেমা মানেই ভিন্ন স্বাদের গল্প ও তারকাখচিত কাস্ট। ফলে ‘কিলবিল সোসাইটি’ নিয়েও দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। অরিজিতা মুখোপাধ্যায়ও নতুনভাবে নিজেকে উপস্থাপনের জন্য প্রস্তুত। তাঁর চরিত্র কেমন হবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।