সিরিয়াল (Serial) আজকের দিনে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যাক্তি সকলেই মনোরঞ্জনের জন্য দর্শক হয়ে উঠেছে। অনেক সময় দর্শকদের অজান্তেই ধারাবাহিকের কোনো এক চরিত্র বাড়ির সদস্য হয়ে ওঠে। বর্তমানে, টেলিপাড়ায় কিছুদিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু শেষ হবে চলতি মাসে।
সম্প্রতি আবারও শোনা যাচ্ছে, বন্ধের মুখে রয়েছে বাংলার আরও এক ধারাবাহিক, নাম আকাশ কুসুম। এই সিরিয়াল গত এক বছর ধরে সিরিয়াল প্রেমীদের মনে উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। সান বাংলার ‘আকাশ কুসুম’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যায় কথা চক্রবর্তী এবং সম্রাট মুখার্জী।
স্টার জলসার ‘গাঁটছড়া’ শেষ হতে না হতেই এই ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করেছেন কথা। শোনা যায়, টিআরপি’র তালিকায় সান বাংলার বাকি সকল ধারাবাহিকের থেকে এগিয়ে ছিল এই সিরিয়াল। কিন্তু, সেই তালিকায় ধীরে ধীরে নিজের স্থান ধরে রাখতে না পারায় আজ বন্ধের মুখে ‘আকাশ কুসুম’।
আরও পড়ুনঃ সেলফির আব্দার করেছিলেন ভক্ত! সোজা তার ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু খেয়ে দিলেন প্রবীণ গায়কউদিত নারায়ণ! আচরণ ঘিরে তুমুল বিতর্ক!
এই সিরিয়াল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ধারাবাহিক প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিল ডালি ও রক্তিমের জুটি। টেলি পাড়ায় চর্চা আগামী সপ্তাহে শেষ করবে এই ধারাবাহিকের কলাকুশলীরা। কিন্তু এখন প্রশ্ন এই ধারাবাহিকের পরিবর্তে কী আসছে? আকাশ কুসুম-এর পরিবর্তে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘শোলক সারি’। ইতিমধ্যে এই নতুন সিরিয়ালের প্রোমো এসে গিয়েছে সবার সামনে।