জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা (Parineeta)। অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) ও নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জি (Ishani Chatterjee) অভিনীত এই ধারাবাহিক টিআরপি তালিকায় দ্রুত গতিতে ছুটছে। আর এরই মধ্যে প্রকাশিত হল নতুন প্রমো।
জি বাংলার পরিণীতা ধারাবাহিকটি অল্প সময়ের মধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। সিরিয়ালের গল্পে পারুল ও রায়ানের খুনসুটি, একে অপরের মধ্যেকার সম্পর্ক গড়ে ওঠার প্রয়াস নজর কেড়েছে সবারই। আর তাই টিআরপিতে এগিয়ে চলেছে এই মেগা।
ধারাবাহিকের গল্পে দেখা যায়, পারুল ও রায়ানের বিয়ে দিয়েছিলেন দাদু। তিনি পারুলকে অফুরান ভালবাসেন ও বিশ্বাস করেন। তিনি মনে করেন যে পারুলের সিদ্ধান্ত কখনও ভুল হয় না। তবে এবার পারুলের কাজে বিরক্ত হয়ে উঠলেন দাদু। কারণ পারুলের কাজে মাথা নত হয়েছে তাঁর।
পরিণীতা আজকের পর্ব ৫ই ফেব্রুয়ারী (Parineeta today episode 5th February)
সম্প্রতি জি বাংলার তরফে ধারাবাহিকের নতুন প্রমো রিলিজ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, খুব রেগে রয়েছেন দাদু। তিনি বলছেন, “এই কাজ কে করেছে?” তখন এগিয়ে আসে পারুল। মাথা নত করে বলে এই কাজের বুদ্ধি তাঁর। উত্তরে দাদু তখন বলেন, তিনি পারুলের থেকে এটা আশা করেন নি।
আরও পড়ুনঃ টলিউডের মুখ ভার! বন্ধ হল বাংলা সিরিয়ালের শুটিং, কি রয়েছে টলি পাড়ার ভবিষ্যতে?
এরপর দাদু বলেন, এর চেয়ে ভালো ছিল সবাই আমার গালে দুটো করে থাপ্পড় মারতে! এই বলে ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। দাদুর রাগ ভাঙাতে ছুটে যায় পারুল। আর পারুলকে বাধা দেয় রায়ান। বাড়ির সবাই আলোচনা করতে থাকে এবার সব শেষ হয়ে যাবে। আর এখানেই শেষ হয় প্রমো। এরপর কি হবে তা জানতে আগ্রহী দর্শক। আর তার জন্য নজর রাখতে হবে জি বাংলার পর্দায়।