জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছিলেন নায়িকা! হঠাৎ ১০ বছর আগে কেন টলিউডকে বিদায় জানান অপর্ণা ব্যানার্জি?

বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা ও অভিনেত্রীরা রয়েছেন, যারা প্রধান চরিত্রে অভিনয় করার পরেও কার্যত পর্দা থেকে বিদায় নিয়েছেন। তাঁদের মধ্যেই একজন অভিনেত্রী অপর্ণা ব্যানার্জি (Aparna Banerjee)। ১০ বছর আগে যাকে ‘সেদিন দুজনে’ ছবিতে দেখা গিয়েছিল। দশ বছর পর তিনি আবার ফিরলেন স্টার জলসায়।

এটা সাধারণত সমস্ত ইন্ডাস্ট্রিতেই দেখা যায় যে, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পরেও ব্যক্তিগত কারণ অথবা অন্য কোন কারণে দীর্ঘ সময়ের জন্য আড়ালে গিয়েছেন কোনো নামকরা অভিনেতা কিংবা অভিনেত্রীরা। দীর্ঘ সময় পর অনেকক্ষেত্রে ফিরে আসেন তাঁরা। আবার অনেক সময় দেখা যায়, অভিনয় জগত ছেড়ে অন্য পেশায় নাম লিখিয়েছেন।

কিন্তু ভালোবাসার কাজ এত সহজে কি ছাড়া যায়? তাই দীর্ঘ ১০ বছর পেরিয়ে যাবার পরেও আবার পর্দায় ফিরে এলেন অভিনেত্রী অপর্ণা ব্যানার্জি। স্টার জলসার চিরসখা ধারাবাহিকের মাধ্যমে ফের পর্দায় ফিরলেন তিনি। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো ইন্ডাস্ট্রি ছেড়েছেন। কিন্তু বাস্তবে তা নয়।

ব্যক্তিগত কারণে সিনে ইন্ডাস্ট্রি, লাইমলাইট থেকে দূরে ছিলেন তিনি। তবে আবার ফিরলেন তাঁর প্রিয় ভালোবাসার জগতে। অভিনেত্রী বললেন, অভিনয় তাঁর কাছে খিদে, তাই তিনি আবার ফিরে আসেন। তিনি আরও বলেন, তিনি জানতেন তিনি ফিরবেন। আর বাস্তবে তা করলেনও।

অভিনেত্রীর কথায়, “এক সময় যখন দেখতাম কেউ কোন সুন্দর একটি চরিত্রে অভিনয় করছে। তখন মনে মনে খুব হিংসে হতো। তাঁর মনে হত যে এই চরিত্রে হয়তো তিনিও অভিনয় করতে পারেন।” চিরসখা ধারাবাহিকের প্রমো প্রকাশ হওয়ার পর তাঁর ‘সেদিন দুজনে’ কাজের সঙ্গে একত্রিত করে পোস্টার শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই খুশি যে তিনি আবার ফিরেছেন পর্দায়।

Piya Chanda