বিনোদন জগৎ বরাবরই সাধারণ মানুষের কাছে ভীষণই একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে পা রাখতে চায় অনেকেই। ঝলমলে এই নানা রঙের দুনিয়ায় যাঁরাই আসে তাই চায় হিরো বা হিরোইন হতে। ভাগ্যের জোরে বা সুযোগ পেয়ে অনেকেই হয়তো প্রথমবারেই নায়ক বা নায়িকা হয়ে ওঠে। কিন্তু তা আগামীদিনে নিজেকে সেই পর্যায় আজীবন টিকিয়ে রাখার লড়াইয়ে অনেকেই হেরে যায়।
ছোট পর্দা হোক কিংবা বড় পর্দার মুখ্য চরিত্রের অভিনয়ের সুযোগ পেলেই শুধু হয় না, কর্ম দক্ষতার সঙ্গে তা বজায় রাখাটা যেকোনো নবাগতর জন্য অত্যন্ত আবশ্যক। খানিকটা এই ধরনেরই কিছুটা ঘটনা বর্তমানে ঘটতে দেখা গেছে উদীয়মান টেলি অভিনেতা অর্ঘ্য মিত্র’র সঙ্গে।
এই অভিনেতাকে প্রথম দেখতে পাওয়া যায় জি বাংলার মুকুট ধারাবাহিকের মাধ্যমে। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অর্ঘ্য। কিন্তু, ৬ মাস কাটতে না কাটতেই টিআরপির তালিকায় নিজের স্থান ধরে রাখতে না পারায় যবনিকা পরে সেই সিরিয়ালে। মুকুট ধারাবাহিক অভিনেতার বিপরীতে ছিলেন শ্রাবণী ভূঁইয়া।
আরও পড়ুনঃ জোনাকির কোন গোপন সত্য জেনে গেল ধ্রুব? এই রহস্য লুকিয়ে জোনাকির সঙ্গে?মিত্তির বাড়ির নতুন প্রোমোতে টানটান উত্তেজনা!
‘মুকুট’ থেকে দীর্ঘ বিরতির পর অভিনেতাকে আবার দেখা যাবে সান বাংলার ‘শোলক সারি’ ধারাবাহিকে। তবে, এখানে অভিনেতা দেখা যাবে পার্শ্ব চরিত্রে। চরিত্রের নাম সঞ্জয়। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে ইন্দ্রনীল এবং সুকন্যা। অভিনেতা অর্ঘ্যকে ‘মুকুট’ সিরিয়াল ছাড়াও ‘আমার মা’, ‘দেবী’, ‘সুন্দরী’র মতো ধারাবাহিককে দেখতে পাওয়া গেছে।