চলে গেলেন লাবণ্য সেনগুপ্ত! ছেলে-বৌমা-স্বামী ও নাতনিদের রেখে ভরা সংসার ফেলে অকালে চলে গেলেন সূর্যর মা। গতকাল, স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowya) ধারাবাহিকে দেখা গেছে দীপা-সূর্যর জীবনের খুশির আবহাওয়া বয়ে এলো অখুশির বার্তা। অবশেষে সিরিয়াল থেকে চিরতরে বিদায় নিল রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) ওরফে লাবণ্য।
স্টার জলসা এই জনপ্রিয় ধারাবাহিকে বিগত দু’বছর ধরে মুখ্য চরিত্রের পাশাপাশি অভিনেত্রী রূপাঞ্জনার চরিত্রও অন্যতম গুরুত্বপূর্ণ ছিল। প্রাথমিকভাবে এই সিরিয়ালে অভিনেত্রী নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও পরবর্তীকালে নারায়ণ পরিস্থিতির মাধ্যমে ইতিবাচক চরিত্রে পরিবর্তন হয়ে যায়।
কিন্তু, গতকালের পর্বে দেখা গেল এক বাড়ি লোকের সামনে প্রবীর অর্থাৎ সূর্যের বাবা এসে সবাইকে লাবণ্যের মৃত্যুর খবর দেয় এবং তারপরই সবাই কান্নায় ভেঙে পরে। বাড়ির কেউ মানতে চায় না যে লাবণ্য আর নেই। দীর্ঘমেয়াদি এই চরিত্র সিরিয়ালে থাকার দরুণ খুব স্বাভাবিকভাবেই একটা আলাদা ভালোবাসা জন্মেছিল অনেক দর্শকদেরই।
আরও পড়ুনঃ শুভশ্রী বিনোদিনী হওয়ায় বিরক্তি প্রকাশ করেছিলেন দেব! শুভেচ্ছা জানালেন রুক্মিণী
সিরিয়াল থেকে এই চরিত্রের বিদায় নেওয়াতে অনেকেই মনে করছেন, ‘অভিনেত্রীর এই ক্যারেক্টার আর অন্য কাউকে দিয়ে অভিনয় হতো না’। আবার কেউ কেউ স্মৃতিচারণা করে বলছেন, ‘মিশকার শয়তানি বেরিয়ে গেলেই ওয়েট করতাম কখন লাবণ্য এসে চড় লাগিয়ে দেবে’। প্রসঙ্গত বলা যায়, টেলি পাড়ায় শোনা যাচ্ছিল আগামী আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। সম্ভবত, সেই কারণেই সিরিয়াল থেকে বিদায় নিয়েছে লাবণ্য।