জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এ কোন সৌমিতৃষা? লাল শাড়িতে উগ্র মেকআপ, অতিরিক্ত আধুনিকা হয়ে গেলেন নাকি? কটাক্ষ নেট দুনিয়ার

টলিউডের(Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা আজও অটুট। ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করলেও এখন তিনি বড় পর্দার দিকেও এগোচ্ছেন। অভিনয়ের পাশাপাশি সৌমিতৃষার ফ্যাশন সেন্সও বারবার চর্চার কেন্দ্রে থাকে। তাঁর লুকস নিয়ে ভক্তদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি নেটিজেনদের একাংশের সমালোচনাও লেগেই থাকে।

কখনও সহ-অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, কখনও কাজের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক—সব মিলিয়ে সৌমিতৃষা সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণ সক্রিয় এবং তাঁর নতুন নতুন ছবি নিমেষে ভাইরাল হয়। তবে জনপ্রিয়তার সঙ্গে সমালোচনাও বাড়ছে। এবার সেই কটাক্ষের মূল কারণ তাঁর সাম্প্রতিক ফটোশ্যুটের লুক। লাল শাড়িতে তাঁর সাহসী ও উগ্র মেকআপের লুক দেখে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি এক ইভেন্টে লাল শাড়ি পরে একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছেন সৌমিতৃষা। চোখে গাঢ় কাজল, উজ্জ্বল লাল লিপস্টিক, খোলা চুলের সঙ্গে উগ্র মেকআপ তাঁর চেহারাকে আরও নজরকাড়া করে তুলেছে। তাঁর শাড়ির ধরনেও আধুনিকতার ছোঁয়া রয়েছে। বিশেষ করে, তাঁর পোশাকের কাটিং এবং স্টাইল দেখে অনেকেই বলছেন, এটি বেশ সাহসী লুক। আর সেখান থেকেই শুরু হয়েছে চর্চা—তিনি কি অতি আধুনিক হয়ে যাচ্ছেন?

নেটিজেনদের একাংশের দাবি, সৌমিতৃষার এই লুক আসলে অন্য কোনও বলিউড বা টলিউড অভিনেত্রীর অনুকরণ। কেউ কেউ বলছেন, তিনি জনপ্রিয় কোনও অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্ট অনুসরণ করছেন। আবার কেউ বলছেন, তাঁর এই সাজ-পোশাক চরিত্রের প্রয়োজনীয়তা নাকি শুধুই ফ্যাশন এক্সপেরিমেন্ট! সমালোচকদের মতে, তাঁর আগের ‘সাধারণ মিষ্টি মেয়ে’ ইমেজের সঙ্গে এই লুক একেবারেই মানানসই নয়।

তবে ভক্তদের একাংশের মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনেও পরিবর্তন আসে। ট্রেন্ড অনুসরণ করা মানেই নকল করা নয়। অনেকে মনে করছেন, সৌমিতৃষার এই লুক সাহসী হলেও এতে কোনও ভুল নেই, বরং তিনি নিজের স্টাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। যদিও এই সমালোচনা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। বরাবরের মতোই তিনি ট্রোলিংকে গুরুত্ব না দিয়ে নিজের কাজেই মন দিয়েছেন। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেও সৌমিতৃষা নিজের স্টাইল স্টেটমেন্টে অনড়, সেটাই স্পষ্ট।

Piya Chanda