জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) তিন বোনের জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তাদের জীবনের নানা ওঠাপড়া, সম্পর্কের জটিলতা এবং প্রেমের কাহিনি এই সিরিয়ালের মূল আকর্ষণ। বিশেষ করে রাইপূর্ণা ও অনির্বাণের (Rai-Anirban) প্রেমকাহিনি দর্শকদের মন জয় করেছে। তবে সম্প্রতি এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে টেলিপাড়ায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
টিআরপি তালিকায় প্রত্যাশিত সাড়া না পাওয়ায় ‘মিঠিঝোরা’র সম্প্রচার সময় পরিবর্তন করা হয়েছিল। প্রথমে ৬ঃ৩০টায় সম্প্রচারিত হলেও বর্তমানে ১০:১৫ স্লট পেয়েছে এই সিরিয়াল। রাইপূর্ণা ও অনির্বাণের জীবনে একের পর এক টুইস্ট আনা সত্ত্বেও টিআরপি তেমন বাড়েনি। ফলে ধারাবাহিকটি বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই জল্পনার মাঝে ধারাবাহিকের

অভিনেতা-অভিনেত্রীদের প্রতিক্রিয়াও সামনে এসেছে। কেউ কেউ বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেও, কেউ আবার পরোক্ষভাবে স্বীকার করেছেন যে শো-এর ভবিষ্যৎ অনিশ্চিত। টিআরপি কম থাকলে ধারাবাহিকের উপর চাপ পড়ে, তবে চ্যানেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সাম্প্রতিক প্রোমোতে দেখা গেছে, রাইপূর্ণা ও অনির্বাণ তাদের প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছে।
আরও পড়ুনঃ রুক্মিণীর মুকুটে নতুন পালক! দেশের গণ্ডী পেরিয়ে এবার হাতে এলো বিদেশের পুরস্কার! কোন বিশেষ অ্যাওয়ার্ডে সম্মানিত হল বিনোদিনী ?
অন্যদিকে নীলু আবার ষড়যন্ত্র করছে তাদের জীবনে নতুন ঝড় আনার। যা দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। এই নতুন মোড়ে ধারাবাহিকটি বন্ধ হলে দর্শকদের জন্য তা হতাশাজনক হবে। তবে, বর্তমান পরিস্থিতিতে ধারাবাহিকটির ভবিষ্যৎ অনিশ্চিত। উল্লেখ্য, ‘মিঠিঝোরা’ ২০২৩ সালের নভেম্বর মাসে সম্প্রচার শুরু করে এবং ইতিমধ্যে দেড় বছর পূর্ণ করেছে। বর্তমান টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যেখানে ৩-৪ মাসের মধ্যে অনেক ধারাবাহিক বন্ধ হয়ে যায়,সেখানে ‘মিঠিঝোরা’র দীর্ঘস্থায়ীতা উল্লেখযোগ্য।
এদিকে, জি বাংলায় নতুন তিনটি ধারাবাহিক আসতে চলেছে—’দুগ্গামণি ও বাঘ মামা’, ‘তুই আমার হিরো’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’। যার মধ্যে ‘দুগ্গামণি ও বাঘ মামা’ ইতিমধ্যেই সম্প্রচারিত হচ্ছে ২৩রা মার্চ থেকে রাত্রি ৯:৩০। ফলে ‘মিঠিঝোরা’র সম্প্রচার বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা আরও বাড়ছে। তবে, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।