টেলিভিশনের পর্দায় একসময় রাজ করেছেন তিনি। জি বাংলার ‘করুণাময়ী রানি রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni) সিরিয়ালের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা ‘সৌরভ সাহা’ (Sourav Saha) তাঁর অনবদ্য অভিনয়ে ফুটিয়ে তোলা “রামকৃষ্ণ” (Ramakrishna) চরিত্র দিয়ে। ধারাবাহিকটিতে তার অনবদ্য অভিনয়, দেহভঙ্গি, সংলাপ বলার ভঙ্গি বেশ প্রশংসিত হয়েছিল। দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সাবলীল অভিনয়ের জন্য তিনি টলিপাড়ায় যথেষ্ট পরিচিত মুখ।
তবে শুধু এই সিরিয়াল নয়, বহু জনপ্রিয় শোতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যা তার কেরিয়ারের ভিত শক্ত করেছে। একটা সময় পর ধীরে ধীরে ছোটপর্দা থেকে বিরতি নেন অভিনেতা। ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে তিনি আবার ফিরে আসবেন। মাঝে কিছু কাজ করলেও বড় কোনো ধারাবাহিকে তাকে দেখা যায়নি। অনেকেই ভাবতে শুরু করেছিলেন, হয়তো তিনি টেলিভিশন থেকে দূরেই সরে গিয়েছেন।

তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জি বাংলার নতুন সিরিয়াল “তুই আমার হিরো” তে ফিরছেন সৌরভ সাহা, যা তার অনুরাগীদের জন্য বড় খবর। নতুন এই ধারাবাহিকে সৌরভ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। যদিও প্রযোজনা সংস্থা কিংবা চ্যানেলের তরফে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। গল্পের মোড় ঘোরানোর মতো ভূমিকা থাকবে তার চরিত্রে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে।
আরও পড়ুনঃ আবারও চমক টলিপাড়ায়! বাঙালির প্রিয় সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জির সাফল্যের মুকুটে যোগ হল নতুন পালক, কী অর্জন করলেন তিনি?
ইতিমধ্যেই এই ধারাবাহিকের ট্রেলার রিলিজ হয়েছে সমাজ মাধ্যম ও টিভির পর্দায়। এই ধারাবাহিকের সম্প্রচার করতে সাম্প্রতিক অভিনেতা দেবকেও দেখা গিয়েছে। অনেকদিন পর পর্দায় ফিরে সৌরভ নিজেও বেশ উচ্ছ্বসিত। সূত্রের খবর, চরিত্রটি নিয়ে তিনি বেশ পরিশ্রম করছেন এবং নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের প্রিয় অভিনেতাকে নতুন রূপে দেখার জন্য। ধারাবাহিকটি ১০ মার্চ থেকে সম্প্রচারিত হবে টিভির পর্দায়।