চিরঞ্জিত (Chiranjit Chakraborty) ও প্রসেনজিৎ (Prosenjit Chaterjee), দুজনেই সমসাময়িক সময়ের বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম। এই দুই অভিনেতার মধ্যে বিশেষত প্রসেনজিৎ তাঁর অভিনয়ের সুবাদে কিছুটা বলিউড জগতেও পরিচিত এই শিল্পী।
তবে, চিরঞ্জিতের বি-টাউনের সঙ্গে খুব একটা আলাপচারিতা না থাকলেও কাজের জন্য মাঝে মধ্যেই পৌঁছে যান মুম্বাই শহরে। এই অভিনেতাও বেশ কিছুদিন বিরতির পর আবার ফিরছেন পর্দায়। সিরিজ থেকে ছবি সবেতেই ছক্কা হাঁকাচ্ছেন চিরঞ্জিত বাবু।
অভিনেতার এই মুম্বাই পাড়ি দেওয়ার খবর কানাঘুশো শুনতেই শহরের এক সংবাদমাধ্যম ফোন করে বসেন তাঁকে। স্পষ্ট ভাবে চিরঞ্জিত জানালেন, “কাকাবাবুর শুটিং আছে। তার জন্য মুম্বই যাচ্ছি”। অভিনেতা জানান, প্রসেনজিৎ রয়েছে মুম্বাইতে। একটা দিন তাঁর বাড়িতে থেকে আজ যাবেন হুবলি। রবিবার ‘বিজয়গড়ের হীরে’ ছবির শুটিং রয়েছে।
চিরঞ্জিত এই সিনেমাতে প্রসেনজিতের গুরু অর্থাৎ চরিত্র কাকাবাবু’র গুরুপ বিপি শর্মার চরিত্রে অভিনয় করছেন। প্রসঙ্গত, টলিউড ইন্ডাস্ট্রিজ এই দুই তারকাকে শেষ দেখা গেছিল ‘দুই ভাই’ সিনেমাতে। পর্দার ওপারেতেও যেমন জোরদার জুটি হিসাবে কাজ করে তেমনই পর্দার এপারেও রয়েছে তাদের জোরালো বন্ধুত্ব।
আরও পড়ুনঃ দারুণ খবর! ফের পর্দায় ফিরছে ‘ভুতু’! কোথায়, কোন চরিত্রে দেখা যাবে আর্শিয়াকে?
আর এই সম্পর্ককে ঝালিয়ে নেওয়ার জন্যই কি সুযোগের সদব্যবহার করা হবে কিনা জিজ্ঞাসা করাতে তিনি বললেন, “বুম্বা খুবই অতিথিপরায়ণ। কিন্তু আমিও বুম্বার মতোই মেপে খাই। ভাত খাওয়া বহু কাল ছেড়ে দিয়েছি। চিকেন স্যুপ, বেবি কর্ন খাই। তাই আমাকে খাইয়ে খুব সুখ পাবে না”। যেদিন থেকে দর্শকেরা জানতে পেরেছে কাকাবাবুর সিকুয়াল আসতে চলেছে সেদিন থেকেই আগ্রহী হয়ে রয়েছে কাকাবাবু ভক্তেরা।