জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দাম্পত্য জীবনের রজতজয়ন্তী! তখনকার দিনের সম্পর্কে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান ছিল! এখনকার দিনে কিছুই নেই, অকপট খেয়ালী

বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে অভিনেত্রী ‘খেয়ালী দস্তিদার’ (Kheyali Dastidar), প্রতিভা ও অভিনয় দক্ষতার জন্য সুপরিচিত। বহু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তাঁর স্বামী অরিন্দম গাঙ্গুলি (Arindam Ganguly) ও একজন প্রতিষ্ঠিত অভিনেতা, এবং তাঁদের পুত্র আদিত্য গাঙ্গুলী বর্তমানে অভিনয় জগতে পদার্পণ করেছেন। এক সময় বাধ্য হয়েই প্রথম বিয়ে ভেঙে বেরিয়ে এসেছিলেন খেয়ালী ছেলের হাত ধরে।

তারপর অরিন্দম গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান এবং পরবর্তীকালে জীবনসঙ্গী হিসেবে তাকেই বিয়ে করেন।সম্প্রতি খেয়ালী ও অরিন্দম তাঁদের বিবাহের ২৫ বছর পূর্তি উদযাপন করেছেন। এই বিশেষ মুহূর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তাঁরা আনন্দ ভাগ করে নিয়েছেন। উদযাপনের সময় অরিন্দমের গাওয়া ‘জীবনে কি পাব না’ গানটি বিশেষ আকর্ষণ ছিল, যেখানে খেয়ালীও সুর মেলান। তাঁদের পুত্র আদিত্য এই মধুর মুহূর্তটি ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

ভিডিও শেয়ার করে আদিত্য লেখেন, “মজা, একসঙ্গে খাওয়া-দাওয়ার ২৫ বছর। নিঃস্বার্থ ভালবাসা, সমস্ত সমস্যা অনায়াসে সমাধান থেকে চার দেওয়ালের মধ্যে কাটানো সবচেয়ে আনন্দের সময়ের সাক্ষী এই ২৫ বছর। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মা-বাপি।”যা অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। অনুরাগীরা এই বর্ষিয়ান অভিনেতা ও অভিনেত্রীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা সম্পর্কে খেয়ালী বলেন, “আমাদের প্রতিদিন বড্ড অন্যরকম। রোজ ভালবাসা বেড়েছে। বন্ধুত্ব বেড়েছে। তাই একঘেয়ে লাগেনি, বরং নতুন করে নিজেদের আবিষ্কার করেছি।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সম্পর্কগুলিতে অপেক্ষা, লজ্জা ও শ্রদ্ধার অভাব রয়েছে, যা তাঁদের সময়ে ছিল, ফলে ভালোবাসা ছিল আরও গভীর।

স্বামী অরিন্দমের মতে ভালো মন্দ খাওয়া দাওয়া আর ভালো কথাবার্তা বলেই রোজকার খারাপ লাগা গুলোকে মিটিয়ে এগিয়ে চলেছেন দীর্ঘ পথ। এই দীর্ঘ যাত্রায় পারস্পরিক বোঝাপড়া ও সম্মান তাঁদের সম্পর্ককে মজবুত করেছে। তাঁদের এই উদাহরণ বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণা স্বরূপ। দাম্পত্য জীবনের এই মাইলফলক উদযাপনে খেয়ালী ও অরিন্দমের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।

Piya Chanda