বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অনন্যা গুহ (Ananya Guha) সম্প্রতি ইউটিউবার সুকান্ত কুণ্ডুর (Sukanta Kundu) সঙ্গে বাগদান (Engegment) সম্পন্ন করেছেন। মাত্র ২১ বছর বয়সে এই অভিনেত্রী জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। অনন্যা তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন, আর সুকান্ত তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে এক ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন, বাগদানের একমাস পূর্ণ হতে না হতেই কি ভাঙছে তাদের সম্পক?
২৫ ফেব্রুয়ারি, দুই পরিবারের উপস্থিতিতে তাদের আশীর্বাদ ও বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। সকালে অনন্যা লাল বেনারসি ও সোনার গয়নায় সজ্জিত ছিলেন, আর সুকান্ত লাল পাঞ্জাবি ও সাদা পায়জামায় ছিলেন। অনুষ্ঠানে বাঙালি রীতিতে বিভিন্ন ভর্তা, মাংস ও মিষ্টির আয়োজন ছিল। দুজনের নজর করা ফটোশুট ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। তাদের ঘনিষ্ঠ বন্ধু ‘সায়ক চক্রবর্তী’ প্রতিটি মুহূর্তের ভিডিওই বলতে গেলে শেয়ার করেছেন অনুরাগীদের সাথে।

বিকেলের বাগদান অনুষ্ঠানে অনন্যা মেরুন রঙের অফ-শোল্ডার গাউনে এবং সুকান্ত কালো স্যুটে উপস্থিত ছিলেন। তাদের এই আধুনিক সাজ ও ফটোশুট সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হয়েছে। তারকা খচিত সেই সন্ধ্যের সাক্ষী ছিলেন বাংলা টেলভিশন ইন্ডাস্ট্রির অনেক সুপরিচিত মুখ। সেখানে অনন্যা ও সুকান্ত নিজেদের পরিচয় থেকে বাগদান পর্যন্ত সমস্ত ঘটনায় নাচ ও অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করে সবার নজর কাড়েন।
তবে, একটি ভ্লগে দেখা গিয়েছিলো, তারা পরিবারের সামনে একই কম্বলের নিচে বসে আছেন, যা নিয়ে কিছু নেটিজেন সমালোচনা করেছেন। তারা এই বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে সমালোচনাকে উপেক্ষা করেছেন। এবার অবশ্য সুকান্তর পোস্ট করা এক সমাজ মাধ্যমের ভিডিও নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই ভিডিওর ক্যাপশনে লেখা, “মস্ত বড় ভুল করেছি, তোমরা প্লিজ অনন্যাকে একটু বোঝাও।”
ভিডিওটিতে দেখা যাচ্ছে অনন্যা সুকান্ত কে বলছে, “সম্পর্কটা কোন মজা করার বিষয় নয়। ঘরে নিয়ে গিয়ে বললেই হলো আমি অন্য কাউকে ভালোবাসি, এটা করা যায় না। এমনটা যদি মনেই থাকবে তাহলে বাগদানের আগে বলতে হতো। এতদূর তাহলে আমরা এগোতাম না।” ভিডিওটিতে দেখা যাচ্ছে পাশাপাশি দুই চেয়ারে অনন্যা ও সুকান্ত বসে এই আলোচনা করছে অন্যদিকে পাশের একটি সোফাতে একটি মেয়ে মুখ ঢেকে বসে রয়েছে।
আরও পড়ুনঃ অত্যন্ত কম টিআরপি! হঠাৎই স্লট ছাড়া করা হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিককে!
ভিডিওটির এই অংশ দেখে সবারই মনে হতে থাকে তবে কি বাগদানের একমাস পূর্ণ হওয়ার আগেই ভাঙছে তাদের সম্পর্ক? উত্তর দিলেন স্বয়ং অনন্যা ও সুকান্ত। ঠিক যে মুহূর্তে সবার এরকম মনে হতে শুরু করে তখনই হেসে ওঠেন দুজনে এবং পষ্টতই বোঝা যায় এটি একটি মজার ভিডিও ছিল। আগামীতে তাদের সম্পর্ক আরও অটুট থাকুক এবং একসাথে হাতে হাত দিয়ে তারা চলুক এই আমাদের কামনা।