টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায় (Ushasi Ray) দর্শকদের কাছে পরিচিত তাঁর দুর্দান্ত অভিনয় দক্ষতার জন্য। ছোট পর্দায় ‘বকুল কথা’ ধারাবাহিকে বকুলের চরিত্রে অভিনয় করে প্রথম লাইমলাইটে আসেন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। ‘কাদম্বিনী’ থেকে ‘লালকুঠি’—সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন উষশী। তাঁর নায়িকা ইমেজের বাইরে গিয়ে চরিত্রের গভীরতায় ঢুকে পড়ার ক্ষমতা ও নতুন ধারাবাহিকে অন্যরকম চরিত্র নিয়ে হাজির হওয়া দর্শকের বিশেষ পছন্দের।
অন্যদিকে, অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় (Susmit Mukherjee) টেলিভিশন জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। তাঁর অভিনয় সফর শুরু হয় মডেলিং দিয়ে, পরে বিভিন্ন ধারাবাহিকে কাজ করে দর্শকদের মন জয় করেন। ‘বরণ’ ধারাবাহিকে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। তাঁর চৌকস লুক এবং সাবলীল অভিনয় তাঁকে নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় নিয়ে এসেছে। তিনি সব সময়ই বলেন স্টার জলসার তাকে নতুন জন্ম দিয়েছে।

এখন তিনি ও ঊষসী একসঙ্গে কাজ করছেন নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ (Grihoprobesh), যা ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে এক দম্পতির জটিল সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসার পাশাপাশি ভুল বোঝাবুঝিও রয়েছে। ঊষসী ও সুস্মিতের কেমিস্ট্রি পর্দায় নজর কেড়েছে দর্শকদের। এই জুটির রসায়ন এতটাই স্বাভাবিক লাগছে যে দর্শক মহলে গুঞ্জন উঠেছে, তাঁদের বন্ধুত্ব কি বাস্তবেও অন্য রূপ নিচ্ছে? পর্দার সম্পর্ক কি বাস্তব জীবনেও প্রভাব ফেলেছে?
আরও পড়ুনঃ সায়ন্তর নোংরা চেহারা ফাঁস! কিরণের পাশে দাঁড়িয়ে প্রাক্তনের মুখোশ খুললেন দেবচন্দ্রিমা
এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে ঊষসী ও সুস্মিত দু’জনেই স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁদের মধ্যে চমৎকার বন্ধুত্ব রয়েছে, তবে সেটাকে প্রেমের মোড়ক দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। ঊষসী জানিয়েছেন, “সুস্মিতের সঙ্গে কাজ করা ভীষণ কমফর্টেবল, কারণ আমরা দু’জনেই পরস্পরকে বুঝতে পারি।” অন্যদিকে, সুস্মিত বলেছেন, “ঊষসী একজন দারুণ অভিনেত্রী, তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করা মানে স্বাভাবিকভাবেই ভালো কিছু তৈরি হওয়া।” দুজনের মতেই পর্দার কেমিস্ট্রি টা সম্পূর্ণ অর্গানিক।
ঊষসী বলেন তাদের প্রেমের গুঞ্জন শুনতে বেশ ভালই লাগে, তাতে বোঝা যায় দর্শক কতটা আপন করে নিয়েছে। অন্যদিকে সুস্মিত বলেন তিনি সমাজ মাধ্যমে খুব একটা অ্যাক্টিভ নয় তাই এইসব তার চোখে পড়ে না তবে জেনে ভালোই লাগছে। তবে এই বন্ধুত্ব কি ভবিষ্যতে অন্য কোনো দিকে মোড় নেবে? সে উত্তর তো কেবল সময়ই দিতে পারবে! তবে আপাতত তাঁরা দু’জনেই কাজ নিয়ে ব্যস্ত এবং পর্দায় তাঁদের রসায়ন উপভোগ করছেন দর্শকরা। ‘গৃহপ্রবেশ’ কি তাঁদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসবে? সেটাই দেখার অপেক্ষা!