জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি দৌড়ে বাজিমাত ‘পরিণীতা’! দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’, দেখে নিন সেরা ৫-এর তালিকা

বাংলা ধারাবাহিক মানেই আবেগ, ভালোবাসা আর পরিবারকে ঘিরে টানাপোড়েন। প্রতিদিন সন্ধ্যা হলেই টিভির সামনে বসে পড়েন দর্শকরা, চোখ রাখেন তাদের প্রিয় সিরিয়ালের গল্পে। একদিকে যেমন চ্যানেলগুলি নতুন কনটেন্ট আনছে, তেমনই পুরনো ধারাবাহিকগুলিও নিজেদের জায়গা ধরে রাখতে মরিয়া। নতুন প্রজন্ম থেকে গৃহিণী—সকলের জন্যই বাংলার বিনোদন দুনিয়া এখন জমজমাট। স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla)-র মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে, কে বেশি দর্শক টানতে পারে! আর সেই লড়াইয়ের আসল প্রমাণ হল টিআরপি লিস্ট (TRP List)।

প্রত্যেক বৃহস্পতিবার এই টিআরপি তালিকা প্রকাশ পায়, যা ঠিক করে দেয় কোন ধারাবাহিক এগিয়ে রয়েছে আর কার গল্প দর্শকের মন ছুঁতে পারেনি। একদিকে যেমন পুরনো ধারাবাহিকগুলো নিজেদের জায়গা ধরে রাখতে লড়াই চালাচ্ছে, তেমনই নতুন ধারাবাহিকগুলিও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে সেরা ৫-এ। চলতি সপ্তাহের টিআরপি লিস্ট বেশ চমকপ্রদ! আগের সপ্তাহের তুলনায় কিছু পরিবর্তন হয়েছে, আবার কিছু পুরনো নামও নিজেদের সিংহাসন ধরে রেখেছে। তবে এবারও এক নম্বরে জয়ের মুকুট উঠল ‘পরিণীতা’ (Parineeta)-র মাথায়।

টিআরপি মানেই চ্যানেলের জনপ্রিয়তা নির্ধারণের আসল মাপকাঠি। যে ধারাবাহিক যত বেশি দর্শকের মনে দাগ কাটতে পারছে, তার স্কোর তত ভালো হচ্ছে। ১৫+ আরবান মহিলা ও পুরুষ (15+ Urban M+F) ক্যাটাগরিতে প্রকাশিত এই তালিকায় এবারও প্রথম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘পরিণীতা’, যার টিআরপি ৭.২! ধারাবাহিকের প্রতিটি পর্বেই টানটান উত্তেজনা রয়েছে, যা দর্শকদের স্ক্রিনের সামনে আটকে রাখতে বাধ্য করছে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’, যার স্কোর ৬.৫। যদিও এটি আগেও টপ ২-এ ছিল, তবে ‘পরিণীতা’-কে এবারও হারাতে পারেনি।

তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (6.4), যা বরাবরের মতোই ভালো পারফর্ম করছে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘রাঙামতি’ (6.3) এবং ‘গীতা এলএলবি’ (6.2)। এই ধারাবাহিকগুলোও ভালোই পারফর্ম করছে, তবে এক নম্বরে আসার জন্য লড়াই আরও কঠিন হবে।

সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক

১) পরিণীতা (Parineeta) – ৭.২
২) জগদ্ধাত্রী (Jagaddhatri) – ৬.৫
৩) ফুলকি (Phulki) – ৬.৪
৪) রাঙামতি (Rangamati) – ৬.৩
৫) গীতা এলএলবি (Geeta LLB) – ৬.২

টিআরপির ট্রেন্ডিং লিস্ট! কোন নতুন ধারাবাহিক কত পেল?

এছাড়াও নতুন ধারাবাহিকগুলোর মধ্যে বেশ চমক এনেছে ‘দুগ্গামণি’। এই সপ্তাহে দুগ্গামণির ওপেনিং টিআরপি ৫.০, যা যথেষ্ট ভালো বলা যায়। ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘রোশনাই’-এর মিলিত ৪৫ মিনিটের এপিসোড স্কোর করেছে ৪.৮, যা বেশ প্রশংসনীয়। অন্যদিকে, ‘মিঠিঝোরা’ ৪.০ পেয়েছে, যা নতুনদের মধ্যে মাঝারি পারফরম্যান্স।

টিআরপি কমেছে ‘রোশনাই + শুভ বিবাহ’ (3.4), যা আগের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে। অন্যদিকে, ‘চিরসখা’ (5.2) এবং ‘মিত্তির বাড়ি’ (5.1) নিজেদের স্থিতিশীল জায়গায় রাখতে পেরেছে।

Piya Chanda