জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রাক্তন বউকে তার বিয়েতে পিঁড়িতে বসিয়ে নিয়ে গেল প্রাক্তন বর! কোন গোপনে মন ভেসেছে দেখে দর্শক বলছে, এবার বন্ধ হোক এই প্রহসন!

একটা সময় বাংলা ধারাবাহিক মানেই ছিল পারিবারিক মূল্যবোধ, সম্পর্কের টানাপোড়েন আর বাস্তবতার ছোঁয়া। কিন্তু এখন? এখন যা চলছে, তা যেন হাস্যকর নাটকও হার মানায়! জি বাংলার “কোন গোপনে মন ভেসেছে” (Kon Gopone Mon Bheseche) তার উদাহরণ। এই ধারাবাহিকের গল্প দিন দিন এমন পর্যায়ে পৌঁছেছে যে দর্শকরা এখন বিনোদনের বদলে হাসাহাসি করছে! গল্পের নামে এমন অবাস্তব ও অদ্ভুত সম্পর্কের জট পাকানো হচ্ছে যে দর্শকরাই বলছেন, “এগুলো আর সহ্য হচ্ছে না!”

সাম্প্রতিক ট্র্যাক দেখে মনে হচ্ছে, শ্যামলী-অনন্যা-অনিকেতের ত্রিকোণ নাটক থেকে গল্প এখন বিশাল এক গোলকধাঁধায় ঢুকে পড়েছে।। আজকের এপিসোডের শেষে পরবর্তী পর্বের ঝলকে যা দেখা গেল, তাতে দর্শকদের মাথায় হাত! শ্যামলী কনের সাজে সেজেছে, মাথায় ঘোমটা, মুখ পান পাতা দিয়ে ঢাকা। তাকে পিঁড়িতে বসিয়ে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু যারা কনের ভার বইছে, তারা পরিশ্রান্ত! আর তখনই এক ব্যক্তি অনিকেতকে ডেকে বলল, “ও ভাই, আপনি তো লম্বা-চওড়া আছেন, একটু এসে পিঁড়িটা ধরবেন?” আর সেই ব্যক্তি আর কেউ নন, অনিকেত!

অর্থাৎ, এক সময়ের স্বামী এবার তার প্রাক্তন স্ত্রীর নতুন বিয়ের ভার বইবে? দর্শকদের একটাই প্রশ্ন— “এবার অনিকেত নিজের প্রাক্তন স্ত্রীকেই মণ্ডপে বসিয়ে বিয়ে করাবে নাকি নিজে গিয়ে মালা বদল করবে?” এতদিন সিরিয়ালে ত্রিকোণ প্রেম, প্রতিশোধ, ষড়যন্ত্র, পরকীয়া— সবই চলছিল। কিন্তু এবার অনিকেত যেন নিজের প্রাক্তনের নতুন জীবনেও এক অদ্ভুত ভূমিকা নিয়ে ফেলেছে! কেউ বলছে, “এত কিছু দেখার পর এবার কি অনিকেত শ্যামলীর বিয়েতে সানাইও বাজাবে?”

আরেকজন বলছে, “শেষমেশ ফুলশয্যার বেড অবধি এগিয়ে দিয়ে আসবে না তো?” এই অবাস্তব গল্প দেখে দর্শকদের মনের প্রশ্ন— এই সিরিয়াল কি সত্যি গল্প বলছে, নাকি একদমই স্ক্রিপ্টবিহীন কিছু একটা দেখাচ্ছে? কয়েকজন বলছেন, “এটাই কি ছিল বাকি? অনিকেত, যে একসময় শ্যামলীর স্বামী ছিল, এখন তার নতুন বিয়ের আয়োজন সামলাচ্ছে, ক্যাটারিং-এর দায়িত্ব নিচ্ছে, আর এবার হয়তো কনের ভারও বইবে!

দর্শকদের কথায়, “এই সিরিয়ালে আর কি কি চমক বাকি আছে?” সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রোলের ঝড় উঠেছে। এক দর্শক লিখেছেন, “এটা বাংলা সিরিয়াল না, একটা বিশুদ্ধ জগাখিচুড়ি! আজ ভাইয়ের স্ত্রী, কাল বোনের স্বামী, পরশু প্রাক্তন প্রেমিক— সম্পর্কের মানে বোঝে তো এরা?” আরেকজনের মতে, “বাংলা সিরিয়ালের গল্প এতটাই নিচে নেমে গেছে যে এখন পরকীয়াও ছোটখাটো ব্যাপার, এখন ট্রেন্ড হলো একে অপরের এক্সদের সঙ্গে গাঁটছড়া বাঁধা!”

গল্পের নাম “কোন গোপনে মন ভেসেছে”, কিন্তু দর্শকরা বলছে, “গোপনে নয়, একেবারে চোখের সামনে নোংরামির সুনামি চলছে!” দুই সতীনের সম্পর্ক কীভাবে দুই জায়েতে পরিণত হলো, তা নিয়েও ট্রোলের শেষ নেই। কেউ লিখছেন, “ধারাবাহিকের গল্প এমন হচ্ছে যে, এখানে বিয়ে মানেই একটা রিলে দৌড়, একে অপরের এক্সদের বিয়ে করা এখন যেন ট্রেন্ড!” অন্য কেউ বলছেন, “শুধু পিঁড়ি ধরাই বাকি ছিল, এবার অনিকেত হয়তো নতুন জামাইকে কাঁধেও তুলে নেবে!”

দর্শকরা এবার আর চুপ থাকতে রাজি নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই সিরিয়াল বন্ধের দাবি তুলেছে। একটা সময় বাংলা সিরিয়ালের একটা মান ছিল, একটা আবেগ ছিল। কিন্তু এখন? শুধুই অবাস্তব, আজগুবি গল্প আর অযৌক্তিক কন্টেন্ট! প্রশ্ন একটাই— এটা কতদিন চলবে? যতদিন গালাগাল করেও মানুষ দেখছে, ততদিন? নাকি দর্শকরা একদিন সত্যিই সিরিয়াল থেকে মুখ ফিরিয়ে নেবে?

Piya Chanda