টলিউডের ছোট পর্দার এক ঝাঁক নতুন ভীড়ের মাঝে আরাত্রিকা মাইতি (Aratrika Maity) একজন অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী। এক কথায় বলা যায় খুব কম সময়ের মধ্যেই বাংলার দর্শকদের মনে জায়গা করেছে এই অভিনেত্রী।
প্রাথমিক জীবনে অভিনেত্রীর বিনোদন জগতে যাত্রা শুরু হয় পার্শ্ব চরিত্রের মাধ্যমে। আরাত্রিকাকে প্রথম দেখা যায় জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকে। এর কিছু দিনের মধ্যেই সিরিয়ালে প্রথম নায়িকা হওয়ার সুযোগ পান।

আরাত্রিকাকে নায়িকা হিসাবে প্রথম দেখা যায় সান বাংলার অগ্নিশিখা সিরিয়ালে। এরপরে অভিনেত্রী একে একে বিভিন্ন সিরিয়ালে কাজের সুযোগ পান। তবে, আরাত্রিকা মূলত খেলনা বাড়ি ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের নজরে আসেন।

বর্তমানে, আরাত্রিকাকে জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিককে দেখছেন দর্শকেরা। রানী রাসমনির সেই
পার্শ্ব চরিত্রের অভিনেত্রী আজ ছোট পর্দার প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম।
আরও পড়ুনঃ নায়ক আর্যই আসল খলনায়ক? পুনর্জন্মের রহস্য নিয়ে জমে উঠবে ‘চিরদিনই তুমি যে আমার’! বাংলায় এমন গল্প আগে হয়নি!
প্রসঙ্গত পর্দায় অভিনয় ছাড়াও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় রিলসের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। মাত্র ২০ বছর বয়সেই জীবনের এমন সফলতায় পৌঁছালেও অভিনেত্রীর শান্ত-স্নিগ্ধ স্বভাব বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।