সূর্য-দীপা, টেলি জগতের আজকের দিনে অন্যতম নজরকাড়া জুটির মধ্যে একটি। আজ এই জুটির গল্পই দেখতে দেখতে পার করল ১০০০ পর্ব। আর স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Choya) এই হাজার পর্বে সেলিব্রেশন হবে না, তাই কখনো হয় কী?
গতকালই সিরিয়ালের সেটে জাঁকজমকভাবে হয়ে গেল হাজার পর্বের উদযাপন। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ দীপা সূর্যর গল্প দর্শকদের কাছে পেয়েছে অফুরন্ত ভালোবাসা। কেক কেটে হই হুল্লোড়ের মাধ্যমে স্টুডিও পাড়ায় পালন হল এই বিশেষ দিনটা।

এই দিন অনুরাগের ছোঁয়ার সেটে বিশেষ ভাবে নজর কেড়েছে ছোট্ট সোনা-রূপা। তবে, হাজির ছিল না মাঝ বয়সের সোনা-রুপা অর্থাৎ দেখা মেলেনি সাইনা ভট্টাচার্য এবং দেবপ্রিয়া বসুর। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিও মারফত দেখা গেল, দীপা-সূর্য ও মিশকাসহ কেক কাটতে হাত লাগালো সকল কলাকুশলীরা।
বিশেষত, ছোট্ট সোনা রুপাকে দেখে খুশি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করে বলেছেন, ‘ওমা দুটো পান্তুয়াও এসেছে’। তবে, বিগত কয়েক বছরের মধ্যে শেষ হওয়া জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকও ছুঁয়েছে ১০০০-এর গন্ডি।
আরও পড়ুনঃ একদিকে হাতছাড়া হয়েছে র্যাগিংয়ের প্রমাণ, অন্যদিকে বোনের বিপদে! তুর্যের চাল কি বুঝতে পারবে পারুল?
তবে, ধারাবাহিকের হাজার পর্ব আসতে না আসতেই দর্শকদের কাছে চলে এসেছে নতুন প্রমোর বিরাট চমক। প্রমোতে দেখা যাচ্ছে বাড়িতে পালন হচ্ছে সূর্য দীপার ২০ বছরের বিবাহ বার্ষিকী। এমন সময়, হুইল চেয়ারে বসে সূর্য দীপার হাত ধরে বলছে, ‘আমার এত বছরের পথ চলা, তোমার ভালোবাসার অবদান’। এই শুনে দীপা বলছে, ‘আমদের ভালোবাসা ডাক্তারবাবু। এমনি ভালোবাসা খুঁজে পাক আমাদের মেয়েদুটো’।
এদিকে আবার দূর থেকে বাবা-মায়ের ভালবাসার এমন দৃশ্য দেখে রুপা মনে মনে বলে ওঠে, ‘সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়!’। এই শুনে পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ বলে, ‘আমিও আপনাকে সত্যিকারের ভালবাসি রাই’। তবে, রূপা-কৃষ্ণর প্রেমে বাঁধ সাধবে কি সোনা? ধারাবাহিকে কি দেখানো হবে সেই ত্রিকোণ প্রেমের গল্প?